মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৯৪

নুরের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: গণতন্ত্র মঞ্চ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৩  

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর

গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের বিরুদ্ধে বিভ্রান্তিকর ছবি এবং তথ্য ছড়ানো হয়েছে বলে দাবি করেছেন মঞ্চের নেতারা। তারা বলেন, এসব মিথ্যা, বানোয়াট তথ্য ছড়িয়ে গণতন্ত্র মঞ্চ, গণঅধিকার পরিষদ কিংবা নুরুল হক নুরকে হেয় করা যাবে না। দেশের জনগণ এসব প্রোপাগান্ডা বিশ্বাস করে না।

বুধবার (৪ জানুয়ারি) বিকেলে তোপখানায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চ কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের এক সভায় নেতারা এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার। বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডির সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার প্রমুখ।

আগামী ১১ জানুয়ারি বেলা ১১টায় রাজনৈতিক বন্দি মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদী গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়। গণ অবস্থান থেকে পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান নেতারা।

এই বিভাগের আরো খবর