শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪   কার্তিক ১৭ ১৪৩১   ২৮ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫৬

নীলফামারীতে ৩ লক্ষের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

মোঃ নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ৩ জুন ২০২১  

নীলফামারীতে ভিটামিন -২০২১ উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহঃস্পতিবার (৩ জুন) বেলা ১১টায় নীলফামারী জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে সাংবাদিকদের একদিনের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। আগামী ৫জুন থেকে ১৯জুন পর্যন্ত ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে।


কর্মশালায় সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির জানান, নীলফামারী জেলায় ৩লক্ষ ৩হাজার ৮৯৩জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ উপজেলা ২ পৌরসভায় ৬মাস থেকে ১১মাস বয়সী ৩০হাজার ১৮৯জন এবং ১২মাস থেকে ৫৯মাস বয়সী ২লাখ ৭৩হাজার ৭০৪জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সিভিল সার্জন আরো জানান, জেলার ৬১টি ইউনিয়নে ও ২ পৌরসভায় ১ হাজার ৫৮৭ টি কেন্দ্রে কাজ করবেন সেচ্ছাসেবক ৩ হাজার ১৭৪ জন কর্মী ও প্রথম সারির সুপারভাইজার ১৯১ জন এ ক্যাপসুল শিশুদের খাওয়াবেন। এছাড়া জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে মনিটরিং টিম সমস্ত কেন্দ্র পর্যবেক্ষন করবে। করোনা পরিস্থিতির কারণে এ ক্যাম্পেইন ১৪ দিন চলবে।

এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের সহকারি পরিচালক মেজবাহুল হাসান চৌধুরী, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল কাদের সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা।

এই বিভাগের আরো খবর