বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪   কার্তিক ১৬ ১৪৩১   ২৭ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮৯

নীলফামারীতে শ্যালিকাকে অপহরণের দায়ে দুলাভাই গ্রেফতার

মোঃ নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ

প্রকাশিত: ২২ আগস্ট ২০২১  

দুলাভাই কর্তৃক অপহৃতা শ্যালিকাকে উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে গ্রেফতার করা হয় দুলাভাই আইনুল ইসলামকে(৩৫)। মামলা দায়েরের ছয় ঘন্টার মধ্যে নীলফামারী থানা পুলিশ রবিবার ভোরে জেলার সৈয়দপুর শহরের গোলাহাট এলাকায় অভিযান চালিয়ে সফলতা পায়। গ্রেফতার আইনুল ইসলাম(৩৫) জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার আমিনুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, ইটাখোলা ইউনিয়নের সরকারের মোড় এলাকার আব্দুর রাজ্জাকের বড় মেয়ের সাথে সাত বছর আগে বিয়ে হয় আইনুলের। তাদের দুটি সন্তান রয়েছে। এ অবস্থায় স্ত্রীর ছোট বোন ১৫ বছরের শ্যালিকাকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন সময় কু-প্রস্তাাব দিয়ে আসছিলো দুলাভাই আইনুল। শ্যালিকার কাছে সাড়া না পাওয়ায় ¶িপ্ত হয় আইনুল। এরপর সে গত পহেলা আগস্ট বিকেলে শ্যালিকাকে অপহরণ করে নিয়ে যায়।
খোঁজাখুজি করেও মেয়ের সন্ধান না পাওয়া ও বড় মেয়ের জামাইয়ের লাপাত্তা হওয়ার বিষয়টি পরিবারকে ভাবিয়ে তুলে।  শনিবার রাতে (২১আগস্ট) নীলফামারী থানায় একটি মামলা করেন মেয়েটির বাবা।

মামলার প্রে¶িতে রবিবার ভোরে সৈয়দপুর শহরের গোলাহাট এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার ও আইনুলকে গ্রেফতার করা হয়। 
নীলফামারী থানার পরিদর্শক(তদন্ত) মাহমুদ উন নবী জানান, মেয়েটির ডাক্তারী পরী¶া শেষে দু’জনকে আদালতে তোলা হবে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

এই বিভাগের আরো খবর