বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪   কার্তিক ১৬ ১৪৩১   ২৭ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭৩

নীলফামারীতে তাঁতী লীগের গাছের চারা ও মাস্ক বিতরণ

মো: নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধি:

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২১  

শোকাবহ আগস্ট স্বরণে নীলফামারীতে ১ হাজার গাছের চারা ও ২ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে জেলা তাঁতীলীগের আয়োজনে চৌরঙ্গী মোড় স্মৃতি অম্লাণ চত্ত্বরে গাছের চারা ও মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ। 

উক্ত কর্মসূচিতে জেলা তাঁতীলীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামিল আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন।

এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রোকেয়া ইসলাম রুপালি, সাধারণ সম্পাদক ফরিদা খানম, যুগ্ম-সাধারণ সম্পাদক রত্না সিনহা, জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ইসরাত জাহান পল্লবী, জেলা তাঁতীলীগের সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির সংগ্রাম, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, প্রচার সম্পাদক সাংবাদিক আল-আমিন,সদর উপজেলা তাঁতীলীগের আহবায়ক গোলাম মোস্তফা,পৌর তাঁতীলীগের সভাপতি হায়দার আলী,সাধারণ সম্পাদক নিতিশ পাল সহ জেলা তাঁতী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

তাঁতী লীগের গাছের চারা ও মাস্ক বিতরণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান কামাল আহমেদ বলেন, জেলা তাঁতী লীগ যেভাবে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে তাতে করে আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনের মত তাঁতী লীগ জেলা আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করবে

এই বিভাগের আরো খবর