মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫   বৈশাখ ১৬ ১৪৩২   ০১ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫২

নীলফামারী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২১  

এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টা তাহমিন হক ববী সভাপতি ও আরটিভির স্টাফ রিপোর্টার হাসান রাব্বী প্রধান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

অন্যদিকে ২১টি পদের মধ্যে সভাপতি সম্পাদকসহ ১৪টি পদের বিপরিতে প্রতিদ্বন্দ্বিতায় না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তারা।অপর ৯টি পদের মধ্যে যুগ্ম সম্পাদকের দুটি ও নির্বাহী সদস্যের সাতজনের বিপরীতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। ৩৯জন ভোটারের মধ্যে ৩৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে ২১ সদস্যের কমিটির অপর নির্বাচিত সদস্যরা হলেন- সহ সভাপতি ৪ জন যথাক্রমে আতিয়ার রহমান (যমুনা টিভি), ভুবন রায় নিখিল (দৈনিক কালেরকন্ঠ), ইসরাত জাহান পল্লবী (বৈশাখী টিভি), মোস্তাফিজুর রহমান সবুজ (সাপ্তাহিক নীলচোখ সম্পাদক)।যুগ্ন-সাধারণ সম্পাদক ২জন যথাক্রমে মিল্লাদুর রহমান মামুন(এটিএন নিউজ),এবিএম মঞ্জুরুল আলম সিয়াম (মাছরাঙ্গা টিভি), দপ্তর সম্পাদক নুর আলম (দৈনিক মানবকন্ঠ), অর্থ সম্পাদক শীষ রহমান(দৈনিক ইত্তেফাক),প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজয় চক্রবর্তী কাজল (৭১ টিভি),তথ্য প্রযুক্তি,গবেষণা ও সমাজ কল্যাণ সম্পাদক আলিফ নুরা রিনি সরকার (ডিবিসি নিউজ), সাহিত্য, সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক আব্দুল বারী (দেশ টিভি),ক্রীড়া সম্পাদক মোশারফ হোসেন (দৈনিক খোলা কাগজ), নির্বাহী সদস্য হিসেবে মীর মাহমুদুল হাসান আস্তাক (দৈনিক প্রথম আলো), তৈয়াব আলী সরকার(বাংলা ট্রিবিউন),ইএএম আসাদুজ্জামন টিপু(ডেইলি স্টার), রায়হান সবুক্তগীন অনিকেত (চ্যানেল ২৪), এম সিদ্দিক কাজল (ইউএনবি), একরামুল হক লাবু (ঢাকা প্রতিদিন),ওয়ালী মাহমুদ সুমন (প্রতিদিনের সংবাদ)নির্বাচিত হন।

সিনিয়র সাংবাদিক শামসুল ইসলামের নেতৃত্বে বিশিষ্ট চিকিৎসক মজিবুল হাসান চৌধুরী শাহিন, প্রকৌশলী সফিকুল আলম ডাবলু, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সারওয়ার মানিক ও সিনিয়র সাংবাদিক ওয়াহেদুজ্জামান নান্না নির্বাচন পরিচালনা করেন।নির্বাচন পর্যবেক্ষণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ,জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বুলেট প্রমূখ।
 

এই বিভাগের আরো খবর