শনিবার   ০৩ মে ২০২৫   বৈশাখ ২০ ১৪৩২   ০৫ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫৮

নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১ মে ২০২৪  

আগামী নভেম্বর-ডিসেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। এই সফরে থাকছে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। এছাড়া ক্যারিবীয়দের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। আইসিসি ভবিষ্যত সফরসূচি (এফটিপি) অনুসারে গতকাল শুক্রবার এই সূচি প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)।

টেস্ট সিরিজ দিয়ে সফর শুরু করবে বাংলাদেশ। ২২ নভেম্বর অ্যান্টিগুয়ায় প্রথম টেস্ট ম্যাচে মাঠে নামবে দুই দল। দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে জ্যামাইকায়, ৩০ নভেম্বর। এই সিরিজ শুরু করার আগে একটি বাংলাদেশ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বলেও জানিয়েছে ক্রিনইনফো।


এরপর শুরু হবে ওয়ানডে সিরিজ। স্বাগতিকদের বিপক্ষে সেইন্ট কিটস অ্যান্ড নেভিসে ৮, ১০ ও ১২ ডিসেম্বর একদিনের আন্তর্জাতিক ম্যাচগুলো খেলবে বাংলাদেশ।

টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ হবে সেইন্ট ভিনসেন্টে। ঘোষিত সূচি অনুসারে ম্যাচগুলো হবে ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর।

এই বিভাগের আরো খবর