বুধবার   ১২ মার্চ ২০২৫   ফাল্গুন ২৭ ১৪৩১   ১২ রমজান ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪

দুই দিনের সরকারি সফরে মরিশাস পৌঁছেছেন নরেন্দ্র মোদী

মনোয়ার ইমাম, কলকাতা

প্রকাশিত: ১১ মার্চ ২০২৫  

ভারতের বন্ধু রাস্ট্রের ৫৭,তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান অতিথি হিসেবে মরিশাস পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দুই দিনের এই সফরকালে ভারতের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং শিল্প বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক এবং সাংস্কৃতিক বিষয়ক বিষয় নিয়ে আলোচনা করবেন।

 

আজ সকালে ভারতের নয়াদিল্লি হয়ে মরিশাস পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে রাষ্ট্রিয় ভাবে সংবধনা দেয় সেদেশের সেনাবাহিনী সদস্যরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে বিমান বন্দরে স্বাগত জানান মরিশাসের প্রধান শ্রী নভিন রামগোপাল। পৃথিবীর মাত্র দুই টি হিন্দু রাস্ট্রের মধ্যে নেপালের পর মরিশাস হল হিন্দু রাস্ট্র।

 

এখানে প্রায় আশিভাগ মানুষ হিন্দু সম্প্রদায়ের। বাদবাকি মুসলিম ও খৃষ্টান ধর্মের মানুষ বসবাস। আজ থেকে প্রায় ৫৭, বছর আগে এই ছোট্ট দ্বীপ রাষ্ট্রটি স্বাধীনতা পায়। তাই সেই দেশের ৫৭,তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সেই সঙ্গে সেদেশের বসবাসকারী ভারতীয়দের সঙ্গে দেখা করবেন এবং মিলিত।

 

আজ মরিশাসের বিমান বন্দরে স্বাগত জানান ভারত থেকে মরিশাসের বসবাসকারী ভারতীয়রা।তারা দুই দেশের পতাকা নাড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে সম্মধোন ও সম্মান জানান। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদেরকে উদ্দেশ্য করে হাত নাড়াতে থাকেন। দুই দিনের সফর শেষে ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন।

এই বিভাগের আরো খবর