শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪   কার্তিক ১৬ ১৪৩১   ২৮ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯২

দুই দিনের মধ্যে টঙ্গী-গাজীপুর সড়কের কাজ শেষ করার নির্দেশ

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৯ জুন ২০২১  

টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কের সংস্কারকাজ আগামী দুই দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন সড়ক ও সেতু বিভাগের সচিব মো. আবু বকর সিদ্দিক।

শনিবার (১৯ জুন) দুপুরে বিআরটি প্রকল্পের চলমান কাজ পরিদর্শনে গিয়ে এ নির্দেশনার কথা জানান তিনি।

মো. আবু বকর সিদ্দিক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেকোনোভাবেই হোক এই জনদুর্ভোগ অতিদ্রুত দূর করতে হবে। সেজন্য আগামী দুই দিনের মধ্যে সংস্কার কাজ শেষ করার নির্দেশ দিয়েছি। দিন-রাত ২৪ ঘণ্টা কাজ চলবে। দুই দিনে কাজ শেষ করতে যদি লোক না পাওয়া যায় তাহলে আমাকে জানালে আমি লোকের ব্যবস্থা করে দেব।’

পরিদর্শনকালে তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ, ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আবব্দুল্লাহ আল মামুন, টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম।

এই বিভাগের আরো খবর