বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫   বৈশাখ ১১ ১৪৩২   ২৫ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৪

দীর্ঘ ২২ বছর পর কৃষকদলের সম্মেলন চলছে

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১২ মার্চ ২০২১  

দীর্ঘ ২২ বছর পর নতুন নেতৃত্ব পাচ্ছে জাতীয়তাবাদী কৃষকদল। ১৯৯৮ সালের ১৬ মে সর্বশেষ কৃষক দলের সম্মেলন হয়েছিল। মাঝে এক এক করে ২২ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু রাজনৈতিক নানা চড়াই-উৎরাই পেরিয়ে বিএনপির অন্যতম এই অঙ্গ ও সহযোগী সংগঠনটি গত দুই দশকেরও বেশি সময় ধরে কাউন্সিল করতে পারেনি। এবার সেই ব্যর্থতা ঘুচছে। আর এই সম্মেলনের মধ্য দিয়ে দীর্ঘদিন পর নতুন নেতৃত্ব পাচ্ছে সংগঠনটি।

আজ শুক্রবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে কৃষকদলের সম্মেলনের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়। কৃষক দলের সম্মেলন উপলক্ষে নাট্যমঞ্চ ও এর আশপাশের এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত বিভিন্ন ব্যানার ফেস্টুন টানানো হয়েছে। গোটা এলাকা ব্যাপকভাবে সজ্জিত করা হয়েছে। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে নতুন করে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
 
সম্মেলনের প্রস্তুতি ঘিরে গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে মঞ্চ পরিদর্শন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য-সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিনসহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। নেতাকর্মীদের প্রত্যাশা- সম্মেলনের মাধ্যমে কৃষকদলের নতুন নেতৃত্ব আগামী দিনে রাজপথে আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সক্রিয় ভূমিকা পালন করবে। সর্বশেষ কৃষক দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৮ সালের ১৬ মে। এরপর গত প্রায় ২২ বছরেও বিএনপির অন্যতম বৃহৎ অঙ্গসংগঠনটির সম্মেলন হয়নি।

১৯৮০ সালের ১১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় জাতীয়তাবাদী কৃষক দল। সেসময় তৎকালীন বিচারপতি আবদুস সাত্তারকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। এরপর বিএনপির সাবেক মহাসচিব (পরে বহিষ্কৃত) আবদুল মান্নান ভূঁইয়াকে সভাপতি করে ১৯৯২ সালে কৃষক দলের কমিটি গঠন করা হয়। তখন শামসুজ্জামান দুদুকে সাধারণ সম্পাদক করা হয়। ১৯৯৮ সালের ১৬ মে সর্বশেষ কৃষক দলের জাতীয় কাউন্সিলে মাহবুবুল আলম তারাকে সভাপতি ও শামসুজ্জামান দুদুকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর ১০ বছর সভাপতির দায়িত্ব পালন করে ২০০৮ সালে জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগে যোগ দেন তারা।

এরপর সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি মজিবুর রহমান মোল্লা ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান। ২০০৮ সালের আগস্ট মাসে তিনি মারা গেলে সংগঠনের দ্বিতীয় সহ-সভাপতি ও সেই সময়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়।

মির্জা ফখরুলও টানা প্রায় ১০ বছর দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে ফখরুল বিএনপির মহাসচিব হলে তিনি কৃষক দলের পদ থেকে সরে দাঁড়ান। এরপর থেকে কৃষক দলের সভাপতির পদ শূন্য রয়েছে। তবে দুই যুগেরও বেশি সময় কৃষকদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা শামসুজ্জামান দুদু বর্তমানে সংগঠনটির আহ্বায়কেরও দায়িত্বে রয়েছেন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন কৃষিবিদ হাসান জাফির তুহিন।

এই বিভাগের আরো খবর