সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৫

দীর্ঘ দুবছর পর প্রীতি ম্যাচে ফিরছে ব্রাজিল

 অনলাইন ডেস্ক 

প্রকাশিত: ২ জুন ২০২২  

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের আতিথেয়তা দেয়ার আগে আত্মবিশ্বাসী দলটির অধিনায়ক ও ইপিএলের গোল্ডেন বুটজয়ী ফুটবলার সন হিউং মিন। এদিকে ধাপে ধাপে এগিয়ে, কাতার বিশ্বকাপ জয়ে বদ্ধপরিকর ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গুইমারেস। বৃহস্পতিবার (২ জুন) সিউলে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি। 

দীর্ঘ দুবছর পর প্রীতি ম্যাচে নামার অপেক্ষায় ব্রাজিল। তবে এ ম্যাচকে হেলায় নেয়ার সুযোগ নেই সেলেসাওদের সামনে। কারণ আসন্ন কাতার বিশ্বকাপের আগে, দক্ষিণ কোরিয়ার বিপক্ষেই প্রস্তুতি শুরু করবে তিতের শিষ্যরা।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামার আগে স্বাগতিক দর্শকদের উত্তেজনা বেশভালোভাবেই টের পাচ্ছেন অধিনায়ক সন। তবে বাস্তবতা মাথায় রেখে, প্রত্যাশায় লাগাম টানার পরামর্শ এ টটেনহ্যাম তারকার। যদিও ব্রাজিলের বিপক্ষে লড়াই করার অঙ্গীকার তার দলের।

দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং মিন বলেন, 'অবশ্যই আমাদের সমর্থকরা চাইবে যে আমরা যেন জয়ী হই এবং অনেক গোল করি। তবে সবসময় আমাদের ইচ্ছেগুলো বাস্তবতায় রূপ নেয় না। যদি আমরা আমাদের সামর্থ্যের পুরোটা দিতে পারি, তাহলে অবশ্যই একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে।'

সবশেষ প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জিতেছেন সন। স্বাভাবিকভাবেই তার দলের স্পটলাইটটা তাই থাকবে তার ওপরে। যদিও এ ফরোয়ার্ড প্রশংসায় ভাসিয়েছেন নেইমারকে। এ ব্রাজিলিয়ানকে বিশ্বের সেরা ফুটবলার দাবি করে, আশা দেখেন, তাকে সিংহাসনচ্যুত করতে।

সন বলেন, 'নেইমার বিশ্বের সেরা ফুটবলার এবং আমার ধারণা, আমি সেখানে পৌঁছাতে কঠোর পরিশ্রম করছি।'
 
এদিকে কাতার বিশ্বকাপ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ব্রাজিল। বাছাইয়ে ১৭ ম্যাচের ১৪টিতেই জয় তুলে নিয়েছে তারা। দলটির অন্যতম শক্তির জায়গা একঝাঁক তরুণ সম্ভাবনাময় ফুটবলাররা। ফলে ভালো খেলেও দলে জায়গা নিশ্চিত নয় অনেকের। অবশ্য এমন প্রতিযোগিতাকে ইতিবাচকভাবেই দেখছেন মিডফিল্ডার ব্রুনো গুইমারেস।

ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গুইমারেস বলেন, ‘সবাই খেলতে চায়। আমার ধারণা এটা গুরুত্বপূর্ণ, যা কিনা কোচের কাজকে জটিল করে তোলে। এটা ব্রাজিলের জন্যই ভালো। আমরা এই বিশ্বকাপ নিয়ে খুবই আত্মবিশ্বাসী এবং আশা করছি এটা জিততে পারব। কিন্তু এ জন্য আমরা ধাপে ধাপে এগোব।'

তবে প্রীতি ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে ব্রাজিল। অনুশীলনে চোটে পড়েছেন নেইমার। যদিও তা কতটা গুরুতর তা জানা যায়নি। ফলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে পিএসজি তারকাকে পাওয়া যাবে কি না, তাও নিশ্চিত নয়।

এই বিভাগের আরো খবর