শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪   কার্তিক ১৭ ১৪৩১   ২৮ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯১

দ.সুনামগঞ্জে বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট`র উদ্বোধন

জামিউল ইসলাম তুরান, দক্ষিণ সুনামগঞ্জ

প্রকাশিত: ২৯ মে ২০২১  

 

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট, বালক (অনূর্ধ্ব ১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট, বালিকা (অনূর্ধ্ব ১৭) এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি ।

শনিবার(২৯ মে) সকাল ১০টায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার উজ জামানের সভাপতিত্বে,উপজেলা সমবায় অফিসার মাসুদ আহমদের পরিচালনায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম তেঘরিয়া মাঠে উপজেলার ৮ টি ইউনিয়নের ৮ টি দল অশগ্রহণে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় পরিকল্পনা মন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. জসীম উদ্দিন শরিফী, উপজেলা কৃষি অফিসার সজিব আল মারুফ, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী, শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজী তহুর আলী, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দীন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমীন,ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ মোহন দাস,সরকারী পাগলা উচ্চ বিদ্যালয় ও কলেজের ক্রীড়া শিক্ষক মৃদুল চন্দ্র তালুকদার, জয়কলস উজানীগাও রশিদয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিক আলিমুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম সহ আরো অনেকেই।

এই বিভাগের আরো খবর