মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫   বৈশাখ ১৫ ১৪৩২   ০১ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭৯

তিতাসে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধকরণে মাঠে উপজেলা প্রশাসন

কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি 

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২২  

সোমবার উপজেলা সদর কড়িকান্দি বাজারে ক্রেতা-বিক্রেতা, সিএনজি-অটোরিকশা চালক ও যাত্রীদের মাস্ক পরিধানে তাগাদা দেওয়া হয়। 

 

করোনায় মৃত্যু না বাড়লেও রোগী শনাক্তের হার বেড়ে যাওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কর্মসূচির ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে মাস্ক বিতরণসহ, সরকারী বিধি-নিষেধ যথাযথভাবে মেনে চলার জন্য জনসচেতনতায় কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ ও সহকারী কমিশনার (ভূমি) কেএম আবু নওশাদ। 

 

রবিবার কেএম আবু নওশাদ উপজেলার গাজীপুর বাস স্টেশন ও কড়িকান্দি বাজার স্টেশনে বাস, সিএনজি, অটোরিকশা চালক ও যাত্রীদের মাস্ক ব্যবহারে তাগাদা দেন। 
এদিকে সোমবার কড়িকান্দি বাজার ও বাস স্টেশনে একই কর্মসূচি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদ ও সহকারী কমিশনার ভূমি কেএম আবু নওশাদ। 

 

উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদ বলেন, আপাতত ঘরের বাইরে মাস্ক ব্যবহারের জন্য সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে। সাধারণ জনগণ সরকারী বিধি-নিষেধ মেনে না চললে অবশ্যই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। 

এই বিভাগের আরো খবর