বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪   কার্তিক ১৬ ১৪৩১   ২৭ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩৬

তিতাসে বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন সেবা

তাসীন তিহামী,

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২১  

কুমিল্লার তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করা হয়েছে। উপজেলার জগতপুর বাজারে কৃষ্ণা ফার্মেসিতে সংগঠনের নিজস্ব অর্থায়নে এই অক্সিজেন সেবা চালু করা হয়।
সংগঠনের সভাপতি ডেন্টিস্ট জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং উপদেষ্টা আফজাল হোসেন খোকনের পরিকল্পনায় বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আলী আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ, সিনিয়র সহ-সভাপতি ফয়সাল সরকার জুয়েল, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন টিশা, সদস্য মাজহারুল ইসলাম, মাসুম আহমেদ, নাসিম উদ্দিন, শাকিল সরকার, নুরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, ইকবাল হোসেন, কাজী ইকবাল, লিটন, সিয়াম, সাদেক, শিমুল আহমেদ, সবুজ, সাইফুল ইসলাম প্রমুখ।
পরে সংগঠনের পক্ষ থেকে উপজেলার জগতপুর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের অগ্নিকাণ্ডে ঘর ক্ষতিগ্রস্থ হতদরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়।
 

এই বিভাগের আরো খবর