সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮০

তাহিরপুর বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ এমপি

প্রকাশিত: ৯ জুলাই ২০২০  

      

আহাম্মদ কবির, তাহিরপুরঃ টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট গেল বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করেছেন সুনামগঞ্জ -১আসনের (এমপি) ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

আজ বৃহস্পতিবার(০৯,জুলাই) দুপুরে উপজেলার পরিষদ প্রাঙ্গণে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলায়  গেল বন্যায় ক্ষতিগ্রস্ত ও করোনায় প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে  বিপাকে থাকা অসহায়  পরিবারের মধ্যে প্রতি পরিবার কে ১বান করে মোট ৫৬টি পরিবারের মধ্যে এসব ঢেউটিন বিতরণ করেছেন  ।              

এসময়  উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার  পদ্মাসন সিংহ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কান্তি কর,উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস সোবহান আখঞ্জী, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার,উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, ,উপজেলা আওয়ামিলীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপ সহকারী প্রকৌশলী সুব্রত দাস,উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক তানসেন তালুকদার তুষার, উপজেলা ছাত্রলীগ নেতা সাংবাদিক  রাজন চন্দ প্রমুখ।

এই বিভাগের আরো খবর