বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪   কার্তিক ১৬ ১৪৩১   ২৭ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৪

তাজিকিস্তানও ছাড়লেন দেশ পালানো আফগান প্রেসিডেন্ট

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২১  

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি এবার তাজিকিস্তান থেকে উজবেকিস্তানে গেছেন বলে জানিয়েছে বিবিসি। তবে, এ সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

গতকাল তালেবানের হাতে রাজধানী কাবুল পতনের পর ক্ষমতা হস্তান্তরের আলোচনার মধ্যেই দেশ ছাড়েন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। পরে রাতে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‌‘রক্তপাত এড়াতে দেশ ছেড়েছি।’

আজ সোমবার বিবিসি জানায়, আফগানিস্তানের সরকার ভেঙে পড়েছে। দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি উজবেকিস্তানে চলে গেছেন। তালেবানের হাতে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইকে নেতৃত্বদানের প্রস্তাব দেওয়া হয়েছে।


এদিকে, তাজিকিস্তানের সংবাদমাধ্যম এশিয়া প্লাসের প্রতিবেদনে বলা হয়েছে, আশরাফ গনি তাজিকিস্তান থেকে অজ্ঞাত তৃতীয় একটি দেশে উড়ে যাবেন। তবে, কখন যাবেন তা জানানো হয়নি।

আফগানিস্তানের সরকারি কর্মকর্তা সাজাদ নুরিস্তানি গতকাল এশিয়া প্লাসকে এ তথ্য নিশ্চিত করেন। সেসময় এশিয়া প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন যে, আশরাফ গনি তাজিকিস্তানের উদ্দেশ্যে দেশত্যাগ করেছেন। এসময় তার সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মুহিব ছিলেন।

এই বিভাগের আরো খবর