রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪১৪

তদন্ত কমিটির সঙ্গে সাক্ষাৎ শেষে যা বললেন সেই ছাত্রী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক    

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩  

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নির্যাতনের শিকার ছাত্রী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নির্যাতনের শিকার ছাত্রী

তদন্ত কমিটির আহ্বানে তদন্তের স্বার্থে ক্যাম্পাসে এসেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নির্যাতিতা সেই ছাত্রী। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সহকারী প্রক্টর জয়শ্রী সেনের সঙ্গে হলে প্রবেশ করেন তিনি।

জানা যায়, প্রথমে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. আহসানুল হকের নেতৃত্বে দেশরত্ন শেখ হাসিনা হল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির মুখোমুখি হন তিনি। এরপর দুপুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটির সঙ্গে সাক্ষাৎ করেন ওই ছাত্রী ও তার স্বজনরা। বিকেল সাড়ে চারটায় তদন্ত শেষে ছাত্রীর বাবা বলেন, আমরা বিশ্ববিদ্যালয় ও হল কর্তৃপক্ষের দ্বারা গঠিত দুটি তদন্ত কমিটির সঙ্গেই কথা বলেছি। আশা করি, সুষ্ঠু তদন্ত হবে।

ভুক্তভোগী ছাত্রী বলেন, তদন্ত কমিটির সদস্য স্যার ও ম্যাডামরা আমার কথা শুনেছেন এবং কোথায় কীভাবে নির্যাতন হয়েছিল সেই স্থানগুলো দেখেছেন। অন্যদের বক্তব্যও শুনেছেন। আশা করি, সুষ্ঠু বিচার হবে।
তদন্ত কমিটির সদস্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা সাথী বলেন, আমরা ভুক্তভোগীর বক্তব্য শুনেছি। আরও তদন্ত প্রয়োজন। তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করবো।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাত হোসেন বলেন, সে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বাস থেকে নামার সঙ্গে সঙ্গে আমরা নিরাপত্তার ব্যবস্থা করেছি। গেটে অতিরিক্ত পুলিশের পাশাপাশি প্রক্টরিয়াল বডি উপস্থিত ছিল। তদন্তের কাজ শেষে আবার তাকে বাসে তুলে দেওয়া হয়। সে ক্যাম্পাসে ফিরলে তার সার্বিক নিরাপত্তা আমরা দেবো।

প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে রাতভর নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বুধবার হাইকোর্টের নজরে আনেন আইনজীবী গাজী মো. মহসীন ও আজগর হোসেন তুহিন। তখন তাদের লিখিত আবেদন দিতে বলেন আদালত। সে অনুসারে তারা জনস্বার্থে রিট করেন।

বৃহস্পতিবার শুনানি শেষে একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও একজন প্রশাসন ক্যাডারের কর্মকর্তার সমন্বয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া অভিযুক্তদের ক্যাম্পাসের বাইরে রাখার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার অভিযুক্তরা হল ছাড়েন।

এই বিভাগের আরো খবর