বুধবার   ২৩ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৪ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৭২

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২  

হাজার হাজার প্রাণের বিনিময়ে হলেও সরকার পতন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করা হবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন বিএনপি নেতারা। আর আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপি পালানোর পথও খুঁজে পাবে না বলে মনে করেন ক্ষমতাসীন দলের নেতারা। রাজধানীতের আলাদা অনুষ্ঠানে সোমবার (২৪ অক্টোবর) পাল্টাপাল্টি এমন বক্তব্য দেন দুই দলের শীর্ষ নেতারা।
তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ
এম আর আমিন

সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপির চলমান আন্দোলনকে প্রাণপন লড়াই হিসেবে নিয়েছেন বিএনপি নেতারা। তাদের দাবি, হাজার হাজার কর্মীর প্রাণের বিনিময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, হাজার হাজার মানুষ জীবন দেয়ার জন্য প্রস্তুত আছে।

ঢাকায় এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মানুষের অধিকার রক্ষায় বিএনপি যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে আবার স্বাধীন করবে। সব শক্তি দিয়ে তরুণদের বিএনপির আন্দোলনে অংশ নেয়ারও আহবান জানান তিনি।

ফখরুল বলেন, আজকে আমরা এখন যুদ্ধে আছি। দায়িত্বটা তরুণদের ওপর যুবকদের ওপর সবচেয়ে বেশি।

বিএনপি নেতা হুমকি-ধামকির জবাবে সচিবালয়ে সাংবাদিদের সঙ্গে আলাপে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বিএনপির জ্বালাও পোড়াও অপরাজনীতির কারণে দেশের মানুষ এখনও উদ্বিগ্ন।
তিনি বলেন, বিএনপির এ অপরাজনীতি এখনও অব্যাহত, সুতরাং এ কারণে মানুষ উদ্বিগ্ন।

এদিকে রাজধানীর হোসেনী দালান এলাকায় চকবাজার থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, সরকারের পদত্যাগের প্রশ্নেই ওঠে না। আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপি নেতারা পালাবার পথ খুঁজে পাবে না।

তিনি বলেন, ন্যাড়া বেলতলায় একবারই যায়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলার মাটিতে কোনো অবস্থাতেই আর আসতে পারে না।
আবার আগুন সন্ত্রাস করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহতের ঘোষণা দিয়ে সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন কামরুল ইসলাম।

এই বিভাগের আরো খবর