রোববার   ০৬ এপ্রিল ২০২৫   চৈত্র ২২ ১৪৩১   ০৭ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২১৪

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৪৮

রিয়াদ হোসাইন :

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৩  

রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ৬টা থেকে আজ (১১ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ১৭৮ ইয়াবা, ৩৩ কেজি ৬২০ গ্রাম গাঁজা, ২৫৩.৫ গ্রাম ২০ পুরিয়া হেরোইন, ২০০ বোতল ফেনসিডিল, ২০টি ইনজেকশন ও ১ কেজি আইস জব্দ করা হয়।
গ্রেফতার ৪৮ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা করা হয়েছে।

এই বিভাগের আরো খবর