মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯৯

ঢাকায় অস্ট্রেলিয়ার মতোই সুবিধা পাচ্ছে নিউজিল্যান্ড

তরুণ কন্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১১ আগস্ট ২০২১  

একের পর এক শর্ত-আবদার মেনে সফলভাবে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর আয়োজন করতে সক্ষম হয়েছে বিসিবি। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে হেরে বাড়ি ফিরেছে অজিরা। সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে এবার ঢাকায় আসছে নিউজিল্যান্ড। তাদের জন্য প্রায় একইরকম সুযোগ সুবিধার ব্যবস্থা দেয়ার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

বুধবার (১১ আগস্ট) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের কাছে বিষয়টি জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরটা বিসিবি’র জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল জানিয়ে তিনি বলেন, আসার আগে থেকেই আমাদের ক্রিকেট পরিচালনা বিভাগ ও মেডিকেল বিভাগের সঙ্গে যোগাযোগ করে আসছিল। বিভিন্ন বিষয় বিশেষ করে তাদের প্লেয়ারদের স্বাস্থ্য সুরক্ষায় যে চাহিদাগুলো ছিল, বেশ কিছু বিষয় তারা আমাদের আগেই জানিয়েছিল যে নিশ্চিত করতে হবে। সেগুলো নিশ্চিত করা একটা চ্যালেঞ্জ ছিল। বায়ো-বাবল প্রোটোকল অনুসারে সেগুলোকে নিশ্চিত করা, এ ধরণের কমপ্লাইন্সগুলো যেন ঠিকঠাকভাবে মিট করতে পারি, কোনও ধরণের ফল্ট না থাকে সেটা নিয়েই আমাদের কাজ করতে হয়েছে।’

বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া বলে জানান নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

‘তারা যথেষ্ট সন্তোষ প্রকাশ করেছে। আমার মনে হয় তারা যা পেয়েছে তা প্রত্যাশার বেশি ছিল। তারা এতটা আশা করেনি, এমন নিরাপত্তা ব্যবস্থা বা বায়ো-বাবল পরিবেশ আমরা তৈরি করতে পারবো, তাদের চাহিদা অনুসারে আমরা প্রত্যেকটি বিষয় ফুলফিল করতে পারবো।’

সাংবাদিকরা জানতে চেয়েছিল নিউজিল্যান্ডের জন্য কিছু জিনিস আলাদা হবে কি না?

জবাবে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘একটা আলাদা বিষয় তো থাকবেই। যেহেতু অস্ট্রেলিয়া চাটার্ড ফ্লাইটে এসেছিল, তারা কমার্শিলায় ফ্লাইট বা রেগুলার ফ্লাইট ব্যবহার করেনি। এ জন্যই তারা চেয়েছিল যেন বিমানবন্দর থেকে হোটেলে যেতে নূন্যতম মানুষের সংস্পর্শে যাতে না পেতে হয়। নিউজিল্যান্ড কমার্শিয়াল ফ্লাইটে আসছে তাদের জন্য বিষয়টা এরকম প্রযোজ্য হবে না। এরপরও আমাদের চেষ্টা থাকবে যতটা সম্ভব মিনিমাম পাবলিক কন্টাক্টের মাধ্যমে হোটেলে নিয়ে আসা যায়।’

নিউজিল্যান্ডের চাহিদাও অস্ট্রেলিয়ার মতোই থাকছে জানিয়ে ক্রিকেট বোর্ডের এই কর্মকর্তা বলেন, যেহেতু ব্যাক টু ব্যাক সিরিজ হচ্ছে সেহেতু তারাতো চাইবেই অস্ট্রেলিয়া যেমন সুযোগ সুবিধা পেয়েছে তাদেরকেও যেনো দেওয়া হয়। আমাদেরও চেষ্টা থাকবে যতটুকু সম্ভব বিষয়টা নিশ্চিত করা যায়। কারণ স্বাস্থ্য নিরাপত্তা ইস্যুটা কিন্তু শুধু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড তথা বিদেশী দলের জন্য না, আমাদের খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়ও আছে। আমাদের যে কনসার্ন আমাদের প্লেয়ারদের স্বাস্থ্য সুরক্ষায় সেটা নিশ্চিতের জন্য হলেও এমন কিছু করতে হবে। এ বিষয়গুলো মাথায় রেখেই আমরা কাজ করছি এবং পরিকল্পনা করেছি।’

আগামী ২৪ আগস্ট ব্ল্যাকক্যাপসরা বাংলাদেশ সফরে আসবে। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো ১ থেকে ১০ সেপ্টেম্বর মাঠে গড়াবে। সবগুলো ম্যাচই বসবে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরে।

এই বিভাগের আরো খবর