শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫   বৈশাখ ১১ ১৪৩২   ২৬ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৫১২

ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২০  

 

গত ৯ জুলাই এ আসনের তৎকালীন সংসদ সদস্য সাহারা খাতুনের মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর গত ২৮ সেপ্টেম্বর উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

রাজধানীর উত্তরা, তুরাগ, উত্তরখান, দক্ষিণখান, বিমানবন্দর ও খিলক্ষেত থানা নিয়ে গঠিত এ আসনের নিবন্ধিত ভোটার মোট পাঁচ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা দুই লাখ ৯৬ হাজার ১৩৫ জন ও নারী ভোটারের সংখ্যা দুই লাখ ৮১ হাজার ৫৩ জন।

সকাল থেকেই আসনের বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে ভোটারদের ভোটকেন্দ্রে আসতে দেখা যায়। উত্তরার ৫ নম্বর সেক্টরের আই ই এস স্কুল অ্যান্ড কলেজ, মালেকা বানু স্কুল অ্যান্ড কলেজসহ কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন না থাকলেও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।  

এদিকে আই ই এস কেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাবীব হাসানের।

এই বিভাগের আরো খবর