বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২০ ১৪৩১   ০৩ জমাদিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫১

ঢাকা রিজেন্সি-এনআরবি ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জুলাই ২০২৪  

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট এবং এনআরবি ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।

সোমবার (৮ জুলাই) হোটেলটির বিভিন্ন আউটলেটে এক্সক্লুসিভ অফার চালু করার একটি দীর্ঘ মেয়াদি সমঝোতা চুক্তির ঘোষণা দেয় ঢাকা রিজেন্সি কর্তৃপক্ষ। এনআরবি ব্যাংকের হেড অফিস প্রাঙ্গণে দুপুর ১২টায় এই চুক্তি স্বাক্ষরিত হয়।

উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে এই চুক্তি সংগঠিত হয়। ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের নির্বাহী পরিচালক শাহিদ হামিদ এফআইএইচ এবং এনআরবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহীন হাওলাদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট এবং এনআরবি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শাহিদ হামিদ এফ আই এইচ এই পার্টনারশিপের বিষয়ে তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমরা এক্সক্লুসিভ সব অফারের জন্য এনআরবি ব্যাংকের সঙ্গে সহযোগিতা করতে পেরে রোমাঞ্চিত। এই এগ্রিমেন্টটি আমাদের অতিথিদের স্মরণীয় অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতির একটি প্রমাণ।

এই বিভাগের আরো খবর