বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২১

ডায়াবেটিসসহ কিছু পরীক্ষা করালেন খালেদা জিয়া

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১  

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। ডায়াবেটিসসহ নানা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন তিনি। আজ শনিবার বিকালে ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শে গুলশানের বাসভবন ফিরোজায় পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়।

এ বিষয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন বলেন, আমি প্রায় প্রতিদিনই চেকআপের জন্য তাঁর (খালেদা জিয়া) বাসায় যাই। আজও শনিবার গিয়েছিলাম। আমি যখন যাই তখন আমার সঙ্গে টেকনোলজিস্টও যান। আমরা ডায়াবেটিস ও অন্যান্য বিষয়গুলো নিয়মিত চেকআপ করি। তবে করোনা পরীক্ষার জন্য তার কোনো নমুনা নেওয়া হয়নি।

তবে অপর একজন চিকিৎসক জানিয়েছেন, অন্য নমুনার সঙ্গে খালেদা জিয়ার করোনার নমুনাও সংগ্রহ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেরেুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা হওয়ায় কারাগারে যান সাবেক এই প্রধানমন্ত্রী। এরপর অপর মামলা চ্যারিটেবল ট্রাস্টেও সাজা হয় খালেদা জিয়ার। উভয় মামলায় দুই বছরের বেশি সময় কারাবন্দী থাকার পর সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত করা হলে গত বছরের ২৫ মার্চ শর্ত সাপেক্ষে ৬ মাসের জন্য মুক্ত হন তিনি। ওই দিন থেকে গুলশানের ভাড়াবাসা ফিরোজায় আছেন খালেদা জিয়া। সরকার শর্তসাপেক্ষে ছয় মাস করে আরও দুই দফা তার মুক্তির মেয়াদ বাড়ায়।

যদিও বিএনপির পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে, মিথ্যা ভিত্তিহীন মামলায় রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে সাজা দিয়ে সরকার প্রথমে কারাগারে, এখন তাকে গুলশানের বাসায় গৃহবন্দী করে রেখেছেন। খালেদা জিয়ার সঙ্গে শুধুমাত্র তার পরিবারের সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক ছাড়া অন্য কেউ দেখা করতে পারেন না।

এই বিভাগের আরো খবর