মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৯৪

ট্রেন ভরে আখেরি মোনাজাতে মুসল্লিরা

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৪  

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে রাজধানী ঢাকা থেকে মুসল্লিরা টঙ্গীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। যারা শুধু আখেরি মোনাজাতে অংশ নেবেন তাদের যাত্রা শুরু হয়েছে ফজর নামাজের পর থেকেই। ঢাকা রেলওয়ে স্টেশনের আশেপাশের বাসিন্দা যারা, তারা রওনা হয়েছেন ট্রেনেই।

রোববার (৪ জানুয়ারি) সকালে কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা গেছে, অসংখ্য মানুষ ইজতেমাস্থলে যাওয়ার উদ্দেশ্যে অপেক্ষা করছেন ট্রেনের জন্য। যখন যে ট্রেন ছাড়ছে সেই ট্রেনেরই যাত্রী হয়ে যাচ্ছেন তারা। কারণ ইজতেমার বিশেষ ট্রেনের পাশাপাশি অন্য সব ট্রেন যাত্রা বিরতি করবে টঙ্গী স্টেশনে। প্রতিটি ট্রেনের ভেতর ভীড় এবং ছাদে করেও যাচ্ছে মানুষ।

স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ইজতেমার বিশেষ পাঁচটি ট্রেনের মধ্যে প্রথম ট্রেন ভোর ৫টায়, দ্বিতীয় ট্রেন ভোর সকাল ৫টা ২৫ মিনিটে, তৃতীয় ট্রেন ভোর ৫টা ৫০ মিনিটে, চতুর্থ ট্রেন ভোর ৬টা ১৫ মিনিটে এবং পঞ্চম ট্রেন সকাল ৭টা ২০ মিনিটে ছেড়ে গেছে।

আখেরি মোনাজাতের উদ্দেশ্যে মুগদা থেকে আসা মো. মুজাহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমরা ৪ বন্ধু রওনা হয়েছি ইজতেমার পথে। ইজতেমার বিশেষ ট্রেনগুলো ধরতে পারিনি, এখন তিস্তা এক্সপ্রেসে করে যাচ্ছি। ভেতরে প্রচুর মানুষ। সিটে বসার পাশাপাশিও অনেক মানুষ দাঁড়িয়ে যাচ্ছে।

টিকাটুলি থেকে আসা মুসল্লি এনায়েত উল্লাহ বলেন, মোনাজাতে অংশ নিতে টঙ্গী যাচ্ছি। দুনিয়াতে আর বাঁচবোই কতদিন, সবার সঙ্গে যদি আল্লাহ আমার দোয়া কবুল করেন এটাই চাওয়া। জানালা দিয়ে দেখলাম ট্রেনের ভিতরে অনেক লোকজন। রাস্তা তো অল্পই, কষ্ট হল দাঁড়িয়েই যাওয়া যাবে।

এই বিভাগের আরো খবর