সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৯৭

টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠালো আরব আমিরাত

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২২  

দুই দলই প্রথম ম্যাচে হেরে গেছে। নামিবিয়ার কাছে হেরেছে শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসের কাছে হেরেছে আরব আমিরাত। এ কারণে দ্বিতীয় ম্যাচটি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই।

গিলংয়ের কার্দিনিয়া পার্কে এই লড়াইয়ে অবশ্যই টস একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে টি-টোয়েন্টি ম্যাচ হলে তো কথাই নেই, টসই এখানে বড় ভূমিকা পালন করে।


এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচে আরব আমিরাতের সঙ্গে টসে হেরে গেলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। টস জিতে নিজেরা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন আরব আমিরাত অধিনায়ক সিপি রিজওয়ান এবং ব্যাট করার আমন্ত্রণ জানালেন শ্রীলঙ্কাকে।

নামিবিয়ার বিপক্ষে নেদারল্যান্ডসের জয় শ্রীলঙ্কার সুপার টুয়েলভে যাওয়ার হিসেব কঠিন করে দিয়েছে। প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের কারণে লঙ্কানদের রানরেট কম। যার ফলে শেষ দুই ম্যাচ জিতলেও রানরেটের হিসেবটা কঠিন হয়ে দাঁড়াবে তাদের জন্য।

কারণ, শেষ ম্যাচে আরব আমিরাতকে তো ছেড়ে কথা বলবে না নামিবিয়া। ওই ম্যাচে নামিবিয়া যদি জিতে যায়, তাহলে তিন দলের পয়েন্ট সমান হয়ে দাঁড়াবে। তখন রানরেটের হিসেবে সেরা দুই দল উঠবে সুপার টুয়েলভে।

একটি পরিবর্তন আনা হয়েছে শ্রীলঙ্কা স্কোয়াডে। ইনজুরির কারণে দানুসকা গুনাথিলাকা খেলতে পারছেন না। তার পরিবর্তে একাদশে প্রবেশ করেছেন চারিথ আশালঙ্কা।


শ্রীলঙ্কা একাদশ

পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আশালঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিদু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুষ্মন্তে চামিরা, প্রামোদ মধুশান, মহেশ থিকসানা।

আরব আমিরাত একাদশ

মুহাম্মদ ওয়াসিম, সিপি রিজওয়ান (অধিনায়ক), আরিয়ান লাকড়া, ভৃত্য অরবিন্দ (উইকেটরক্ষক), চিরাগ সুরি, বাসিল হামিদ, কাশিফ দাউদ, আয়ান আফজাল খান, কার্তিক মায়াপ্পন, জুনায়েদ সিদ্দিকি এবং জহুর খান। 

এই বিভাগের আরো খবর