বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪   কার্তিক ১৫ ১৪৩১   ২৭ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬৬

টঙ্গীতে র‍্যাবের অভিযান; সাড়ে ৪ লক্ষ টাকা জরিমানা

বি এ রায়হান, গাজীপুর

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২১  

গাজীপুরের টঙ্গীতে নিউ লাইফ হসপিটাল এন্ড ট্রামা সেন্টার এবং মা মেডিকেল সেন্টারকে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ ব্যবহারের দায়ে ৪ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-১।

সোমবার ২১ সেপ্টেম্বর সকালে টঙ্গীর ষ্টেশন রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়। সোমবার রাতে র‍্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ অফিসার)
নোমান আহমদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

র‍্যাব জানায়, র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ এর নেতৃত্বে এবং স্বাস্থ্য অধিদপ্তরের ডাঃ কিশলয় সাহার সমন্বয়ে পরিচালিত ভ্রাম্যমান আদালত অবৈধভাবে রেজিস্ট্রেশন ব্যতীত ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ ব্যবহারের দায়ে নিউ লাইফ হসপিটাল এন্ড ট্রামা সেন্টারের আশরাফুল ইসলামকে ২ লক্ষ টাকা ও ডাঃ মতিউর রহমানকে ২ লক্ষ টাকা এবং মা মেডিকেল সেন্টারের সুচিত্রা রোজারিও (সুচি) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও গত ১৯ সেপ্টেম্বর সকালে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল এলাকায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে বিভিন্ন হাসপাতাল/ ডায়াগনস্টিক সেন্টারে দালালি / প্রতারনার অভিযোগে পলী চৌধুরী, নিপা আক্তার, নাসিমা আক্তার, লাকি আক্তারসহ চার জনকে সর্বমোট ২ হাজার টাকা জরিমানা এবং ফরহাদ হোসেন (২৬) ও মোঃ আব্দুল আজিজ (৫৪)কে ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং মোঃ সজীব (২১), মোঃ নাদিম হোসেন (২১), মোঃ শরিফুল ইসলাম জীবন (৩২)কে ০৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং মোঃ ফয়সাল (২১)কে ০৪ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আসামীদের কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে এবং জরিমানার মাধ্যমে আদায়কৃত টাকা সরকারী কোষাগারে জমা দেওয়া হয়েছে।
 

এই বিভাগের আরো খবর