সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১০৩

ঝালকাঠিতে বিএনপির পদযাত্রায় পুলিশি বাধার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩  

ঝালকাঠিতে বিএনপির পদযাত্রায় পুলিশি বাধার অভিযোগ

ঝালকাঠিতে বিএনপির পদযাত্রায় পুলিশি বাধার অভিযোগ

ঝালকাঠিতে বিএনপির ইউনিয়ন পর্যায়ে গণপদযাত্রায় পুলিশের বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। 

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদসংলগ্ন বাজার থেকে গণপদযাত্রা বের করে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। পদযাত্রাটি শহরের দিকে যাওয়ার পথে পুলিশ এসে বাধা দেয়। এ সময় পুলিশ নেতাকর্মীদের কাছ থেকে ব্যানার কেড়ে নেয় বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।

এদিকে সদর উপজেলার নথুল্লাবাদ, কেওড়া ও ধানসিঁড়ি ইউনিয়নে একই কর্মসূচি পালনকালে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়। এতে নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আহসান কবির, যুগ্ম সম্পাদক শেখ লাভলু ও কৃষক দলের নেতা লুৎফর রহমান মোল্লাসহ ৯ জন কেওড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মাহাতাব হোসেন আহত হন।

ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব মো. শাহাদাৎ হোসেন জানান, জেলার ৩২টি ইউনিয়নেই বিএনপির গণপদযাত্রা কর্মসূচি পালন করা হচ্ছে। বিভিন্ন স্থানে হামলা করেছে। এতে ১০ নেতাকর্মী আহত হয়েছে।

এই বিভাগের আরো খবর