শনিবার   ০৫ এপ্রিল ২০২৫   চৈত্র ২২ ১৪৩১   ০৬ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৮

জয়পুরহাটে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

জেলা প্রতিনিধি, জয়পুরহাট

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৪  

জয়পুরহাটের পাঁচবিবিতে অগ্নিকাণ্ডে একটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের প্রকাশ মহন্তের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

পাঁচবিবি ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাড়ির একটি ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তিনটি ঘর ও গোয়ালঘরে সেই আগুন ছড়িয়ে পড়ে। এসময় লোকজন গোয়াল ঘরে গিয়ে গরুগুলো রক্ষা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।

 

স্থানীয় ইউপি সদস্য আরিফ হোসেন বলেন, প্রকাশ মহন্তের বাড়িতে নারীরা রান্নার কাজ করছিলেন। এসময় তারা একটি শোয়ার ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন। মুহূর্তের মধ্যে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। পাঁচবিবি ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

পাঁচবিবি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা কামরুল হক বলেন, আগুনে ওই বাড়ির তিনটি শয়নঘর, একটি রান্নাঘর ও গোয়ালঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়েছে। এতে মোট পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

 

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, প্রকাশ মহন্ত গরীব মানুষ। দুই ছেলেসহ একই বাড়িতে থাকতেন। আগুন লেগে পুরো বাড়িটি পুড়ে গেছে। তবে মানুষ ও গবাদি পশুর কোনও ক্ষতি হয়নি।

এই বিভাগের আরো খবর