বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪   কার্তিক ১৬ ১৪৩১   ২৭ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮০

জামালপুর-সারিয়াকান্দি ফেরী সার্ভিস উদ্বোধন

শারমিন আক্তার, জামালপুর

প্রকাশিত: ১২ আগস্ট ২০২১  

জামালপুরের মাদারগঞ্জ ও বগুড়ার সারিয়াকান্দি নৌফেরি সার্ভিসের উদ্ধোধন করা হয়েছে। 

এ উপলক্ষে ১২ আগষ্ট দুপুরে সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মাদারগঞ্জের জামথল নৌঘাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেরি পারাপারের উদ্ধোধন করেন। 

সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান এমপি এতে সভাপতিত্ব করেন। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি, বিআইডব্লিউটিসি এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ তাজুল ইসলাম, বিআইডব্লিউটিসি এর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক,বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান মজনু, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন। 

জামথল-সারিয়াকান্দি নৌ যোগাযোগ উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সাহাদারা মান্নান এমপি।
অসাধারণ সন্ঞ্চালনায় ছিলেন আব্দুল খালেদ দুলু, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), সারিয়াকান্দি উপজেলা শাখা, বগুড়া।

জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন, এডভোকেট বাকী বিল্লাহ, সভাপতি বাংলাদেশ আ'লীগ জামালপুর জেলা শাখা, জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, জিএস মিজানুর রহমান, জেলা লীগের জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিন প্রমূখ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। 

সারিয়াকান্দি-মাদারগঞ্জ পথে ফেরি চালু হওয়ায় রাজধানীসহ দেশের উত্তরাঞ্চলের সাথে সহজে যাতায়াতের পথ সুগম হলো।

এই বিভাগের আরো খবর