শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪   কার্তিক ১৭ ১৪৩১   ২৮ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২১১

জাতীয় সংসদে সংরক্ষিত আসন চান ট্রান্সজেন্ডার ও হিজড়ারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩  

২০১৩ সালে টান্সজেন্ডার এবং হিজড়াদের জন্য নাগরিক হিসাবে স্বীকৃতি দেওয়া হলেও এই জনগোষ্ঠীর অধিকার আদায়ে অগ্রগতি অর্জিত হয়নি বলে মনে করেন ‘সুস্থ জীবন’ এর সাংবাদিক সম্মেলন বক্তারা। অধিকার আদায়ে জাতীয় সংসদে ট্রান্সজেন্ডার এবং হিজড়াদের জন্য সংরক্ষিত আসন দাবি করেছেন তারা। তারা বলেন, বর্তমানে হিজড়া ও ট্রান্সজেন্ডার নারীদের অনেকটা ইতিবাচক গ্রহণযোগ্যতা পেলেও তা কাঙ্খিত পর্যায়ে এখনো পৌছেনি। নীতিনির্ধারণ পর্যায়ে এ জনগোষ্ঠীর অংশগ্রহণ ছাড়া পূর্ণভাবে জাতীয় উন্নয়ন কার্যক্রম নেওয়া সম্ভব নয়।
গত শনিবার ১৮ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সুস্থজীবনের চেয়ারম্যান পার্বতী আহম্মদ, সম্ভব ফাউন্ডেশন সভাপতি অনিন্দিতা আফরা বাবুনি, জীবন গঠন উন্নয়ন সংস্থার সভাপতি লিনিয়া শাম্মী, আমাদের ভাবনা অ্যাসোসিয়েশনের সভাপতি সিনথিয়া ভূইয়া, পদ্মকুড়ি হিজড়া সংঘের সাধারণ সম্পাদক মিতু হিজড়া, সম্পূর্ণার সভাপতি জয় শিকদার প্রমুখ।
বক্তারা বলেন, ট্রান্সজেন্ডার এবং হিজড়া নাগরিক স্বাস্থ্যসেবা পায়না, সম্পত্তিতে অধিকার পায় না। তাদের প্রতিবন্ধকতা পেড়িয়ে নিজের প্রচেষ্টায় সফলতা অর্জন করে প্রমান করতে হয়। তারা সব কিছুই করতে পারে। কিন্তু আজও জাতীয় পর্যায়ে তাদের ভাগ্য পরিবর্তন হয়নি। বাধ্য হয়েই অনেকে পথে পথে চেয়ে চিন্তে জীবিকা নির্বাহ করে। তাই তাদের অবস্থা পরিবর্তনে জাতীয় সংসদে ট্রান্সজেন্ডার এবং হিজড়াদের জন্য সংরক্ষিত আসন অপহিার্য। ‘মানুষের জন্য ফাউন্ডেশনের’ সহযোগিতায় ও গ্লোবাল অ্যাফেয়াস কানাডার অর্থায়নে সাংবাদিক সম্মেলন আয়োজিত হয়। 

এই বিভাগের আরো খবর