রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭০

জবির পরিবহন দপ্তর থেকে বিতর্কিত দুই কর্মকর্তাকে বদলি

আহমেদ সানি

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৩  

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন পুলের দুই কর্মকর্তাকে অব্যাহতির দাবির মুখে তাদেরকে বদলি করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

অফিস আদেশে বলা হয়, পরিবহন পুলের ডেপুটি রেজিস্ট্রার মো. শাহাদাৎ হোসেন তুষার ও দৈনিক হাজিরা ভিত্তিক উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবিরকে পুনরাদেশ না দেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কাজের স্বার্থে রেজিস্ট্রার দপ্তরে যুক্ত করা হলো।

এর আগে, গত সোমবার এই দুই কর্মকর্তাকে অব্যহতির দাবিতে পরিবহন পুলের অফিসে তালা ঝুলিয়ে দপ্তরের কার্যক্রম বন্ধ করে রেখেছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গাড়িচালকেরা। পাশাপাশি উপাচার্য বরাবর লিখিত অভিযোগ করে চালকেরা বলেছিলেন, পরিবহন পুলের এই দুই কর্মকর্তা দীর্ঘদিন থেকেই চালকদের সঙ্গে খারাপ আচরণ করে আসছেন। বিনা কারণেই বিভিন্ন সময়ে চালকদের গাড়ি না দিয়ে বসিয়ে রাখেন এই দুই কর্মকর্তা প্রায়ই। এছাড়াও তাদের কথামতো অবৈধ সুবিধা তৈরি করে না দিলে বিভিন্নভাবে চালকদের হয়রানি করেন তারা। পরিবহন অফিসকে নিজেদের কর্তৃত্বে নিয়ে দুর্নীতি অব্যাহত রাখতে এই দুই কর্মকর্তা বিভিন্ন সময়ে চালককের হয়রানি সহ অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন বলেও অভিযোগ করেন তারা।

এই বিভাগের আরো খবর