রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৩

জবিতে ৬ষ্ঠ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু

আহমেদ সানি 

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩  

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ৬ষ্ঠ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২২-২৩ শুরু হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন খেলার মাঠ (কেরানীগঞ্জ মাঠ) এ প্রতিযোগিতা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জবি উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জবি উপাচার্য বলেন,  আমাদের কাছ থেকে ধোপখোলা মাঠটি কেড়ে নেওয়া হয়েছে। এর পরেই আমি শিক্ষার্থীদের কথা দিয়েছিলাম দ্রুত তম সময়ের মধ্যে তোমাদের খেলার মাঠ করে দেওয়া হবে। আমরা সেটা করে দিতে পেরেছি এর জন্য সত্যি আমরা আনন্দিত। শিক্ষার্থীদের বিশ্রামের জন্য একটা ঘর করে দেওয়া হয়েছে এবং নিরাপত্তার জন্য দুই জন লোক রাখা হয়েছে। আমাদের শিক্ষার্থীরা ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আন্তর্জাতিক পর্যায়েও ভালো করছে। আমরা আন্তঃবিভাগ প্রতিযোগিতার মাধ্যমে এখান থেকে ভলো ভালো প্লেয়ার পাবো।

তিনি আরও বলেন, আজকের এই বিশেষ দিনে আমাদের দুই ক্যাম্পাসে শিক্ষার্থীরা আনন্দ উদযাপন করছে যেটা আমাদের কাছে অনেক ভালো লাগছে। উদ্বোধনী অনুষ্ঠানে ফুটবল  উপ-কমিটি, আহবায়ক অধ্যাপক ড. মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও কেন্দ্রীয় ক্রীড়া কমিটির আহবায়ক অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান, পরিচালক (পিআরআইপি) অধ্যাপক ড.  চঞ্চল কুমার বোস, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় ২ টি  ইনস্টিটিউট ও ৩৬ টি বিভাগ সহ মোট ৩৮ টি দল অংশগ্রহণ করবে।

এই বিভাগের আরো খবর