মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৬

জনগণের শান্তি নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মন্ত্রী

মোহাম্মদ ইদ্রিস ব্রাহ্মণবাড়িয়া 

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৪  

মন্ত্রী বলেছেন, একটি মহল বারবার বহুভাবে নির্বাচন বানচালের চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে। এদেশের জনগণের শান্তি নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

তিনি বলেন, আওয়ামী লীগের আমলের প্রত্যেকটা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। যারা আগুন সন্ত্রাস করে করে বারবার ব্যর্থ হয়েছে, তাদেরকে আর জনগণের জানমাল নিয়ে খেলতে দেওয়া হবে না। 

আজ শনিবার ২৭ জানুয়ারি বিকেলে জেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনার জবাবে এসব কথা বলেন। রমজানের আগে বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এবার আর কোনো জরিমানা নয়- বাজারে অস্থিরতা ছড়ালে এবার সরাসরি জেলে যেতে হবে। 

তিনি বলেন, আমার নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে আমি সকলের দোয়া ও সহযোগিতা চাই। সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদকের বিরোদ্দে আমার সাফ কথা আমি সবসময়ই  রোটলারেন্স নীতিতে ছিলাম, আছি এবং থাকবো। এ ব্যপারে কোনো ছাড় নয় বলে তিনি মাদক কারবারিদের ব্যাপারে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন। তিনি আরও বলেন, আগামী প্রজন্মকে মাদকমুক্ত রাখতেই মাদকের বিরোদ্দে আমার শক্ত অবস্থান জিরো টলারেন্স নীতি আরও জোরদার করা হবে।

এসময় তিনি আবেগপ্রবণ হয়ে ওঠেন। তিনি বলেন, আমি কৃতজ্ঞ ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে। বিশেষ করে জননেত্রী শেখ হাসিনার কাছে। কারণ তিনি আমাকে পূর্ণ মন্ত্রী হিসেবে মর্যাদার আসন দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া-০১ (নাসিরনগর) থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ সৈয়দ এ কে একরামুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া-০২ (সরাইল-আশুগঞ্জ) থেকে নির্বাচিত সংসদ সদস্য হাজী মঈন উদ্দিন মঈন, ব্রাহ্মণবাড়িয়া-০৫ (নবীনগর ) থেকে নির্বাচিত সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবল বারী চৌধুরী মন্টু। সাবেক উপ দপ্তর সম্পাদক মো. মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট লোকমান হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত প্রমুখ। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এই বিভাগের আরো খবর