সোমবার   ৩১ মার্চ ২০২৫   চৈত্র ১৭ ১৪৩১   ০১ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৮১

জনগণ পছন্দ করে না এমন কোন কাজ করা যাবে না

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৫  

যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার রবিউল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জনগণ পছন্দ করে না, এমন কোনো কাজ করা যাবে না। এক্ষেত্রে শৃঙ্খলা ভঙ্গকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। ইতিবাচক কাজের মাধ্যমে মানুষের পাশে থেকে তাদের মন জয় করতে হবে। এটিই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা।

 

শুক্রবার (১৪ মার্চ) বিকালে ১ নং ওয়ার্ড বিএনপি  ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

ইন্জিনিয়ার রবিউল ইসলাম বলেন, স্বৈরাচারের পতন হলেও তার দোসররা এখনো প্রশাসনসহ বিভিন্ন জায়গায় বসে আছে। অন্তর্বর্তী সরকার ও দেশকে অস্থিতিশীল করতে তারা নানা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

 

তিনি আরোও বলেন,বিএনপিতে কোন ষড়যন্ত্রকারী ও অনুপ্রবেশকারীদের ঠাই হবে না। দলের ভাবমূর্তি ক্ষুন্নের চেষ্টা করা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। বিএনপি সব সময় জনকল্যাণে কাজ করে যাচ্ছে। 

 

ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন মাকসুদুর রহমান লাভলু। উপস্থিত ছিলেন নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, সহসভাপতি মামুনুর রশীদ বাচ্চু, নগর সেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা তরফদার রয়েল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরো খবর