বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২০৫

ছাত্রলীগ নেতার মারধর ও ভয়-ভীতি দেখিয়ে মহিলার বাড়ি দখল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৪  

কদমতলী পূর্ব জুরাইনে পূর্ব শত্রুতার জেরে এক নিরীহ মহিলাকে মারধর ভয় ভীতি এবং হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। মামুন নামের স্থানীয় এক ছাত্রলীগ নেতা তার ২০-৩০ জন সাঙ্গপাঙ্গ  নিয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়। এই বিষয়ে রাজধানীর কদমতলি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং মামলা করা হয়েছে।

সাধারণ ডায়রির তারিখ: ১৮/০৮/২০২৪, জিডি ট্র্যাকিং নং: 5J6T5V এবং জিডি নং: ৪১৩। সাধারণ ডায়রির অভিযোগে বলা হয়, আমি নিম্নস্বাক্ষরকারী মারুফা আক্তার (৪৫), পিতা: নুরুল ইসলাম তালুকদার, মাতা চান্দ মিয়ারা তালুকদার, জাতীয় পরিচয় পত্র- নং: ৫০৯৫৬১১৩৮৯, ঠিকানা (বর্তমান)- নং-১৭৩০, জুরাইন মিষ্টির দোকান। গ্রাম জুরাইন মিষ্টির দোকান, ইউনিয়ন, ওয়ার্ড- ওয়ার্ড নং-৫৩, ঘানা কদমতলী, জেলা- ঢাকা। মোবাইল নং- ০১৯৬৯১১৩৪০৯।

অত্র থানায় হাজির হইয়া জানাইতেছি যে, বিবাদী ১। মোঃ মামুন (৩৫), পিতা-মৃত মহসীন মিয়া, মাতা-মৃত লিলি, সাং-অজ্ঞাত থানা-কদমতলী, ঢাকা এর সাথে পূর্ব থেকেই মনোমালিন্য চলে আসতেছিল। গত ০৫/০৮/২৪ ইং তারিখ রাত্র ১২.২০ ঘটিকার সময় বিবাদী সহ আরো অজ্ঞাত ২০/৩০ জন মিলে আমাকে বাসা থেকে বাহিরে গেটের সামনে ডাকে। আমি বাসা থেকে বের হইলে উক্ত বিবাদীগন আমাকে অকথ্য ভাষায় গালাগালি সহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে।

আমাকে মারার হুমকি দিয়েছে।  বিশেষ করে আমার বাচ্চা যদি ওই দিকে যেতে চায় তাকে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে। এই বিষয়ে চূড়ান্ত মামলার জন্য প্রস্তুত করা হয়েছে এবং আগামী রোববার জজ কোর্টে মামলার ফাইল তোলা হবে। 
আরো জানা যায়, ওই ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান মামুন এর শশুর হল স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক কমিশনার। 

এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য ডাইরীভুক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন হয়ে পড়ে তাই জিডি করা হয় কদমতলী থানায়। 
কদমতলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মেজবাহ উদ্দিন এবং এসআই মোঃ মোহর আলী বলেন এই সংক্রান্ত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিষয়টি বিভিন্ন মিডিয়ার নজরে আসে এবং আগামী ২৫ আগস্ট মামলা নেওয়ার পরে দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী মারুফা আক্তার খুবই আতঙ্কে আছেন এবং সবার প্রতি সহযোগিতার আরজি করেছে।

এই বিভাগের আরো খবর