রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৮

চ্যাটজিপিটির ভক্ত বিল গেটস

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ৫ মার্চ ২০২৩  

চ্যাটজিটিপি নিঃসন্দেহে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে। ইতোমধ্যে সারা বিশ্বে শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ এটি ব্যবহার করছে। কিন্তু কে ভেবেছিল বিশ্বের অন্যতম ধনী এআই চ্যাটবটের ভক্ত হবেন?

ইন্ডিয়ান এক্সপ্রেস গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত গোয়েঙ্কারের সঙ্গে আলাপচারিতায় বিল গেটস জানান, তিনি সম্প্রতি হিন্দি লেখার জন্য চ্যাটজিপিটির একটি নতুন সংস্করণ ব্যবহার করেছেন।

তিনি বলেন, আমি গত রাতে চ্যাটজিপিটির নতুন সংস্করণটি ব্যবহার করছিলাম এবং এটিকে হিন্দিতে লিখার নির্দেশ দেই। যদিও আমি বুঝতে পারছিলাম না এটি কী লিখছে, তবে যখনই আমার বন্ধুরা আসে তখনই আমি এটি নিয়ে খেলি।

বিল গেটস এবং স্টিভ জবস এই শতাব্দীর সবচেয়ে বিশিষ্ট দুই টেক জায়ান্ট এবং তারা একে অপরকে দীর্ঘদিন ধরে চেনেন। তাদের মধ্যে এক সময় তীব্র প্রতিদ্বন্দ্বিতাও ছিল, যা শেষ পর্যন্ত বন্ধুত্বে পরিণত হয়। গেটস জবসের কাছ থেকে কী শিখেছেন জানতে চাইলে তিনি বলেন, তিনি তার ডিজাইন এবং মার্কেটিং থেকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছেন।

গেটস আরো বলেন, তিনি মানুষকে অতিরিক্ত কাজ করাতেন এবং তিনি কখনোই পারফেক্ট ছিলেন না। তবে স্টিভ অনেক আলাদা ছিলেন, আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি।

উদ্ভাবনের জন্য কোন কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা ভালো রাশিয়া নাকি চীন, এমন প্রশ্নের জবাবে গেটস বলেন, চীনে উদ্ভাবনের মাত্রা বেশ তাৎপর্যপূর্ণ। তবে মার্কিন স্তরের নয়। রাশিয়ানরা গণিতে খুব ভালো, কিন্তু এর বাইরে তারা কীভাবে জিনিসগুলো স্কেল করতে হয় তা কখনোই শিখতে পারেনি।

তিনি বলেন, ৫০ বছর আগে তারা খুব ভালো ছিল, তবুও তারা চিকিৎসা উদ্ভাবন থেকে পুরোপুরি বেরিয়ে যায়। আমি সেখানকার তরুণ প্রজন্মের জন্য দুঃখিত, যারা এখন স্বাস্থ্য এবং আইটির অগ্রগতিতে অবদান রাখতে চায়। এগুলো মোটামোটি এখন সেখানে বন্ধ হয়ে যাচ্ছে, তাই তাদের মধ্যে কেউ কেউ এখন দেশ ছেড়ে চলে যাচ্ছে।

এই বিভাগের আরো খবর