রোববার   ০৬ এপ্রিল ২০২৫   চৈত্র ২৩ ১৪৩১   ০৭ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩৮

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মওদুদ

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২১  

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার (১ ফেব্রুয়ারি) মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সস্ত্রীক রওনা হন তিনি।

আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পৌঁছান। ওই হাসপাতালের বিশেষজ্ঞ প্রফেসর ডা. চার্লস টোহ-এর অধীনে তিনি ভর্তি হয়েছেন এবং তার অধীনেই চিকিৎসা সেবা গ্রহণ করবেন। চিকিৎসা চলাকালীন সময়ে তাঁর পাশে থাকবেন স্ত্রী হাসনা জসীমউদ্দীন মওদুদ।

মওদুদ আহমদের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, মওদুদ আহমদ গত ৩০ ডিসেম্বর রক্তে হিমোগ্লোবিন স্বল্পতা, বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্টজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে জরুরিভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে গত ৭ জানুয়ারি তাঁর হৃদযন্ত্রে সফলভাবে ‘পেসমেকার’ স্থাপন করানো হয়। পরবর্তীতে মওদুদ আহমদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি ঘটলে উন্নত চিকিৎসা সেবা গ্রহণের জন্য গতকাল রাতে তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।

পরিবারের পক্ষ থেকে সকল দেশবাসীর নিকট মওদুদ আহমদের দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া চাওয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর