বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪   কার্তিক ১৬ ১৪৩১   ২৭ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭১

চাটখিলে চোরাই মোটরসাইকেলসহ আটক ২

চাটখিল উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২১  

নোয়াখালীর চাটখিলের বানসা গ্রামের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান পরিচালনা করে একটি চুরি করা মোটর সাইকেলসহ  সহ চক্রের ২ জনকে আটক করেন।

থানা সূত্রে জানা যায়,গত ২৫ আগস্ট রাতে উপজেলার মোহাম্মদপুর ইউপির পূর্ব বানসা আমিন কারী বাড়ীর মোহাম্মদ খোকার ছেলে মোঃ কবির হোসেন এর মোটরসাইকেল  বানসা পূর্ব মধ্যপাড়াস্থ আনিছ মোহাম্মদ জামাদ্দার বাড়ীর সামনে ফোরকানিয়া মাদ্রাসার কক্ষের তালা ভাঙ্গে  তার ব্যবহৃত একটি ওয়ালটন মোটর সাইকেল চুরি হয়ে যায়। এর প্রেক্ষিতে থানায় অভিযোগ করলে মামলার সূত্রধরে গতকাল ২৮ তারিখ রাতে চাটখিল পুলিশ একই গ্রামের অভিযানে পরিচালনা করে মধ্যম বানসা আনিছ মোহাম্মদ জমদ্দার বাড়ীর মফিজুল্লাহ ছেলে মোঃ আবুল হোসেন বাবলু(৩৮) ও মেহের আলী জমদ্দার বাড়ী মৃত সোনা মিয়া ছেলে 
বাহার উদ্দিন(৩৬) আটক করেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানান,তারা আন্তঃ জেলা চোর এবং সংঘবদ্ধ মোটর সাইকেল চোরে সক্রিয় সদস্য তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে চোরাইকৃত মোটর সাইকেল উদ্ধার করেন। 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল খায়ের জানান,  আটককৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর