মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫   চৈত্র ২৫ ১৪৩১   ০৯ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪৫

চাঁপাইনবাবগঞ্জে জাসদের পক্ষ থেকে এমপি আব্দুল ওদুদকে সংবর্ধনা

আব্দুল্লাহ আল মামুন

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩  

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদকে সংবর্ধনা দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার দুপুরে জাসদ জেলা কার্যালয়ে তাকে সংবর্ধনা দেয়া হয়। জেলা জাসদের সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। জাসদের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এসময় জেলা জাসদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য আব্দুল ওদুদ জেলা হাসপাতালের সমস্যা সমাধান, বন্ধ ট্রেন চালুর ব্যবস্থা করাসহ অন্যান্য সমস্যা সমাধানে কার্যকরী ভূমিকা রাখবেন বলে আশ্বাস দেন এবং ভোট দিয়ে তাকে নির্বাচিত করায় সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সেই সাথে তিনি ১৪ দলের ভিতকে আরও শক্তিশালী করতে জাসদ নেতাদের সহযোগিতা কামনা করেন। 

এই বিভাগের আরো খবর