বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩

চট্টগ্রামকে ক্লিন, গ্রিন ও হেলদি সিটি করার ঘোষণা ডা. শাহাদাতের

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৪  

চট্টগ্রাম কে ক্লিন,গ্রীন এবং হেলদি নগরী হিসেবে গড়ে তুলতে ছাত্র শিক্ষক সহ সকল শ্রেণী পেশার মানুষের সহায়তা চাইলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন। ১৫ই নভেম্বর শুক্রবার 

চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে "ডাক দিয়ে যাই" চট্টগ্রাম অঞ্চল কর্তৃক আয়োজিত, বাংলাদেশ 

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রাম ২০২৪ বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ, ওরিয়েন্টশন ক্লাস ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

 

ডাক দিয়ে যাই সংগঠন এর চট্টগ্রাম পশ্চিম অঞ্চলের সাধারণ সম্পাদক ও হাজী মহসিন কলেজ বাউবি শাখার ভিপি মোঃ পারভেজ খানের পরিচালনায়

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও বাউবি সমন্বয়কারী প্রফেসর তাহমিনা আক্তার নূর। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন

ডাক দিয়ে যাই কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক,

কাজী জাকির হোসেন, বিশেষ অতিথি ছিলেন মোঃ রেজা খান হেলালী, উপাধ্যক্ষ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে। এম জুবাইরুল ইসলাম মেহেরী, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। মাহফুজুল কাদের সাইনুর, সহযোগী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ। ফরহাদ হোসেন, ভারপ্রাপ্ত সভাপতি, উত্তর অঞ্চল ও সাংগঠনিক সচিব, কেন্দ্রীয় কমিটি। আমন্ত্রিত অতিথি আলী আহমদ শাহিন, চট্টগ্রাম বিভাগীয় প্রধান, মোহনা টেলিভিশন। সম্মানিত অতিথি ছিলেন তাজরুল ইসলাম সহকারী অধ্যাপক , ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। রুকন উদ্দিন সিদ্দিকী , সহযোগী অধ্যাপক , রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। দেলোয়ার হোসেন , সহকারী অধ্যাপক , দর্শন বিভাগ। সবুজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি। একেএম শাহাজাহান, প্রকাশনা সম্পাদক, কেন্দ্রীয় কমিটি। কপিল উদ্দিন, কেন্দ্রীয় সদস্য। সংগঠনের বিজয় স্মরণী কলেজ শাখার ভিপি মোঃ মেহেরাজ, জিএস মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, খোরশেদ আলম সোহেল, যুগ্ন সম্পাদক, চট্টগ্রাম অঞ্চল ও সাবেক ভিপি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ এবং সাদিয়া চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদিকা ও আহবায়ক সরকারি মহিলা কলেজ। সহযোগী পরিচালনায় আশরাফুল ইসলাম শাকিল, ভারপ্রাপ্ত সাংগঠনিক চট্টগ্রাম অঞ্চল ও আহবায়ক সিটি কলেজ। অনুষ্ঠানে অতিথি বৃন্দদের ফুল দিয়ে বরন করেন চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের নবাগত শিক্ষার্থীবৃন্দ। 


 

“ডাক দিয়ে যাই” সংগঠনের পক্ষ থেকে অতিথি বৃন্দদের সম্মামনা স্মারক প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে অতিথিবৃন্দরা বক্তব্যে সংগঠনের সফলতা কামনা করেন। সভাপতির বক্তব্যে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার নূর বলেন “ডাক দিয়ে যাই” সংগঠনের মাধ্যমে মাননীয় মেয়র মহোদয়কে আমাদের কাছে পাওয়ার সুযোগ হয়েছে এবং সুন্দর একটি শিক্ষার্থী বান্ধব অনুষ্ঠানের আয়োজন করার জন্য সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ, সাধারন শিক্ষার্থীবৃন্দ ও মহিলা কলেজের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সাদিয়া চৌধুরী, ওমর ফারুক, রুবেল, ইমরুজ, জাহাঙ্গীর আলম, অর্পিতা, রাজ়িব। নৃত্য পরিবেশনা করেন ঝিমি চাকমা, তাহমিনা, মায়া, আরোহী, ইতু, ফারজানা।

এই বিভাগের আরো খবর