সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪০৬

গুগলে সমস্যা: ইউটিউব জিমেইল প্লে-স্টোরে বিভ্রাট

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২০  

হঠাৎ করেই সমস্যা দেখা দিয়েছে গুগলের অ্যাপ্লিকেশনগুলোতে। ইউটিউব, জিমেইল, প্লে-স্টোরের মতো সেবাগুলো ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা।


বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার দুপুরের দিকে যুক্তরাজ্যে গুগলের সাইটগুলোতে ঢুকতে চাইলে ‘এরর’ লেখা দেখাচ্ছে। একই ধরনের সমস্যায় পড়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের লোকজন।


জিমেইল, গুগল ড্রাইভ, অ্যান্ড্রয়েড প্লেস্টোর, গুগল ম্যাপসসহ আরও অনেক অ্যাপ্লিকেশন ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন বিভিন্ন দেশের ব্যবহারকারীরা।

হঠাৎ করে সমস্যা দেখা দেয়ায় গুগলের ই-মেইল ও ক্যালেন্ডারের মতো সেবাগুলোর ওপর নির্ভরশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো বেশ সমস্যায় পড়েছেন। থমকে রয়েছে তাদের গুরুত্বপূর্ণ কাজগুলো।

বিবিসির খবর অনুসারে, বিশ্বজুড়ে গুগল ব্যবহারে বিভ্রাটের কথা শোনা গেলেও তাদের ড্যাশবোর্ডে কোনো সমস্যার কথা এখনও শোনা যায়নি।

এই বিভাগের আরো খবর