বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৬

গাজীপুরের প্রায় ৩ কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার

নজরুল ইসলাম,গাজীপুর

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৪  

গাজীপুর জেলার শ্রীপুরে বিশেষ অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ।

মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকালে উপজেলার মাওনা ইউনিয়নের রাথুরা বিট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

বিট অফিস সূত্রে জানা যায়, রাথুরা বিটের বেলতলি কেম্পের পাশে সিএস দাগ নং ২৭০০ সাইদুর রহমান তার লোকজন দিয়ে বনে জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করছিলো। পরবর্তীতে বিট অফিসের লোকজন গিয়ে কাজে বাধা প্রদান করেন এবং কিছু সীমানা প্রাচীর ভেঙ্গে দেয়া হয়। কিন্তু পরবর্তীকালে সংবাদ আসে সাইদুর তার লোকদের দিয়ে পুনরায় কাজ শুরু করে।তাই দ্বিতীয় বার অভিযান চালিয়ে নির্মাণাধীন অবৈধ সীমানা প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে।

উক্ত অভিযানে নেতৃত্ব দেন শ্রীপুর রেঞ্জের কর্মকর্তা,রাথুরা বিটের কর্মকর্তা সহ বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা।

 

রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামে সাইদুর রহমান নামে এক ব্যক্তি বন বিভাগের জমি জবরদখল করছে। এমন খবর পেয়ে প্রথমে রাথুরা বিট কর্মকর্তার নেতৃত্বে সীমানা প্রাচীর ভেঙে বনভূমি উদ্ধার করা হয়। তবুও জবরদখল কারী ও স্থানীয় কিছু দালাল শ্রেণীদের সাথে নিয়ে আবারও বনভূমি দখল করতে সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করে। পরে খবর পেয়ে রেঞ্জ কর্মকর্তার কার্যালয় ও বিট কর্মকর্তার কার্যালয়ের বন বিভাগের সদস্যদের সাথে নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে পুনরায় দখলমুক্ত করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় জবর দখল কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এবং উদ্ধার কৃত জমিতে বনের চারা রোপন করা হবে।

 

এই বিভাগের আরো খবর