মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮১

গাজীপুরে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালানো এবং টাকা দেয়ার

নজরুল ইসলাম, গাজীপুর উত্তর

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৪  

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা শেষ হয়েছে ৫ শুক্রবার সন্ধ‍্যা থেকে। অথচ গাজীপুর-৩ আসনের গাজীপুর সদর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিকের পক্ষে রাতে প্রচারণা চালানো এবং ভোটারদের টাকা দেয়ার অভিযোগ উঠেছে।

৫ই জানুয়ারি রাতে ভাওয়ালগড় ইউনিয়নের ভাবানীপুর এলাকায় এই অভিযোগ করেছেন নৌকার পক্ষের নেতাকর্মীরা।

যানা যায়, সন্ধ্যার পর থেকে নির্বাচনী প্রচার প্রচারণা চালানো সম্পুর্ণ নিষিদ্ধ। যদি কেউ এই কাজ করে তাহলে নির্বাচনী আচরণ বিধি লংঘনের আওতায় পরবে। অথচ ট্রাক প্রতিকের প্রার্থীর পক্ষ‍ে সন্ধ্যার পরে তারা বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালাচ্ছিল ও টাকা বিলি করছিল। এসময় স্থানীয়রা দুই জনকে আটক করে।

এই বিষয়ে জানতে চাইলে স্থানীয় মাহবুব আলম, তোতা মিয়া, এলাহি বক্স ও ইকবাল হোসেন বলেন, আমরা খবর পাই ট্রাক প্রতিকের কর্মী ও ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল মেম্বার সন্ধ্যায় ভবানীপুর উচ্চ বিদ‍্যালয়ের পাশের বাড়ি গুলোতে গিয়ে ভোট চাচ্ছেন এবং টাকা দিচ্ছেন। এই খবর পাওয়ার পরে আমরা কয়েক জন নৌকার কর্মীরা মিলে সেখানে যাই এবং তাদেরকে আটক করি। পরে তাদের কাছ থেকে নগদ টাকা ও ট্রাক প্রতিকে পক্ষে ভোটার স্লিপ উদ্ধার করি। তারা সেখানে থেকে ছাত্রলীগ নেতা শাকিল ফকিরের সহায়তায় পালিয়ে যায়। আমরা সাথে সাথে জয়দেপুর থানায় খবর দিলে সেখানে পুলিশ আসে।

এই বিষয়ে অভিযুক্ত বাবুল মেম্বারের কাছে জানতে চাইলে তিনি এই বিষয়ে অস্বীকার করে  পাল্টা অভিযোগ এনে বলেন, আমি এবং এই এলাকার ডিশ ব্যবসায়ী আবু সাঈদ খান স্কুলের পাশে একটি চায়ের দোকানে বসে আলাপ আলোচনা করছিলাম এবং আমরা সেখানে বসে চা খাচ্ছিলাম। এর মধ্যে একজন আমাকে খবর দেয়, আপনাদেরকে মারার জন‍্য কিছু লোকজন বিভিন্ন ধরনের অস্ত্র সহকারে জমায়েত হচ্ছে। আমরা এই খবর পাওয়ার পরে সেখান থেকে চলে আসার সময় পিছন থেকে অতর্কিত হামলা চালায়। কিছু লোক ছিল মুখোশ পরিহিত আর কিছু লোক ছিল মুখোশ ছাড়া, তারা আমাকে বিভিন্ন ভাবে হেনস্থা করেছে এবং মারধর করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনের সময় জানান, যেহেতু নির্বাচনের বিষয়টি নির্বাচন কমিশনের হাতে।ইতিমধ্যে গাজীপুরের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি অবগত আছেন। আমরা আমাদের তদন্ত রিপোর্ট জেলা প্রশাসককে পাঠাবো। তিনি যে ব্যবস্থা গ্রহণ করতে বলবেন, আমরা সেই মোতাবেক কাজ করব।

এই বিভাগের আরো খবর