রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩৭

গাজীপুরে সরকারি আদেশ অমান্য করায় ৪০টি গণপরিবহন আটক

বি এ রায়হান, গাজীপুর

প্রকাশিত: ১৯ মে ২০২১  

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় রবিবার রাত থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত  সরকারি আদেশ অমান্য করে দুর পাল্লার গণপরিবহন চলাচল করায় ৪০টি পরিবহনকে আটক করেছে গাজীপুর জেলা হাইওয়ে পুলিশ।

রাজধানী থেকে ছেড়ে যাওয়া ও বিভিন্ন জেলা থেকে এসে গাজীপুরে প্রবেশ করার সময় কালিয়াকৈরের চান্দ্রা এলাকা থেকে পরিবহনগুলোকে আটক করা হয়।

এসময় কথা হলে শ্যামলী পরিবহনের চালক মোখলেছ মিয়া জানান, ঈদের আগের দিন রাতে যাত্রী নিয়ে রংপুরে উদ্দেশ্যে গিয়েছিলাম। যাওয়ার সময় বিভিন্ন স্থানে পুলিশি বাধা দেওয়ার পরেও বিভিন্নভাবে ম্যানেজ করে গিয়েছিলাম। কিন্তু  আসার সময় আজ গাজীপুরের চন্দ্রা এলাকায় পুলিশ আটকে করে মামলা দিয়েছে। অনেক কিছু বলেও ম্যানেজ করতে পারিনি, শত চেষ্টায়ও ব্যর্থ হয়েছি । এমন যদি হয় তাহলে কেমনে পরিবার নিয়ে চলবো?

সালনা হাইওয়ে পুলিশের ওসি মীর গোলাম ফারুক জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সরকারি আদেশ অমান্য করে যানবহন চলাচল করায় রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ৪০টি দূরপাল্লার গনপরিবহনকে আটক করে ওই যানবহনগুলো বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দূরপাল্লার যানবাহন যাতে চলাচল করতে না পারে সে জন্য গাজীপুর জেলা হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে।

এই বিভাগের আরো খবর