শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২৮ ১৪৩১   ১১ জমাদিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১২

গাজীপুরে বিএনপির সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

নজরুল ইসলাম, গাজীপুর

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৪  

গাজীপুরে আওয়ামীলীগের মদদপুষ্ট ও আওয়ামীলীগের দালাল সাংবাদিক কর্তৃক মিথ্যা, বানোয়াট ও সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত হয়ে মানহানিকর সংবাদ প্রকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা কর্মিরা।

 

বৃহস্পতিবার (১২) দুপুরে সদর উপজেলার হোতাপাড়া
এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) আবু বকর ছিদ্দিক।

 

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন,আমি ছাত্র জীবন থেকে বিএনপির রাজনীতির সাথে জরিত আছি।রাজনীতি জীবনে আমি বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পদে বহাল ছিলাম। ২০১৮ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতিক নিয়ে বিজয়ী হয়ে পাচঁ বছর চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেছি।বর্তমানে আমি জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতির দায়িত্বে বহাল আছি।

 

তিনি আরো বলেন, বিগত স্বৈরশাসক ফ‍্যাসিস্ট সরকারের দোসররা সারা বাংলাদেশের ন‍্যায় গাজীপুরে রাম রাজত্ব কায়েম করেছিল।বিএনপির নেতাকর্মীদের ঘরবাড়িতে হামলা,মামলা,হত‍্যা সহ বন দখল করে কোটি কোটি টাকা কামিয়েছেন। তখন এদের এই কাজের ফিরিস্তি নিয়ে তৎকালীন কোন গণমাধ্যমে কোন প্রকার সংবাদ প্রকাশ করেনি। এমনকি তারা ঐ ফ‍্যাসিস্ট সরকারের দোসর হিসেবে কিছু কিছু নামধারী সাংবাদিক কাজ করেছিল।

 

আমি তাদেরকে সম্মান রেখে বলতে চাই আমি জনগনের রায়ে জনগনের সেবা করার ব্রত নিয়ে রাজনীতি করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে দলের যে কোন প্রয়োজনে যে কোন অবস্থানে যে কোন দায়িত্ব দিলে তা অক্ষরে অক্ষরে পালন করবো ইনশাল্লাহ।

 

অত্যন্ত দুঃখের বিষয় আমি ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান থাকার সময় আমার ইউনিয়নের জনগণের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নের জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকারের স্থানীয় এমপি এবং মন্ত্রীদের দারস্ত হতে হয়েছে। এবং তাদের সাথে সরকারি কাজ করার সময় ক্যামেরার সামনে আসতে হয়েছে। কতিপয় সাংবাদিক আমার এই ছবিকে পুঁজি করে কিছু বেনামি পত্র-পত্রিকায় নেতিবাচক সংবাদ প্রকাশ করে যাচ্ছে।

 

যারা এই ধরনের কাজ করে যাচ্ছে তারা আওয়ামী লীগের দোসর হিসেবে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে। আমার ইউনিয়ন তথা গাজীপুর জেলা বিএনপির নেতা কর্মীরা তাদের এই অসৎ উদ্দেশ্য কখনোই সফল করতে দিবে না।

 

তাই আমি এই ধরনের সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদা জানাচ্ছি। এবং  তাদেরকে সতর্ক করে বলতে চাই, অদূর ভবিষ্যতে এহেন হীন কর্ম-কান্ড হতে বিরত থাকুন এবং বস্তুনীষ্ঠ সত্য সংবাদ প্রকাশ করুন তাহলেই দেশ ও জাতী উপকৃত হবে এবং গন মাধ্যমের সুনাম অক্ষুন্ন থাকবে।

এই বিভাগের আরো খবর