মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৬৪

গাজীপুরে বনের জমি থেকে গাছ কর্তন,বিট অফিসে জব্দ

নজরুল ইসলাম,গাজীপুর উত্তর প্রতিনিধি

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৪  

গাজীপুরে সংরক্ষিত বনভূমি থেকে গাছ কাটার ঘটনা ঘটেছে। 

গাজীপুরে সংরক্ষিত বনভূমি থেকে গাছ কাটার ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার(২৩ জানুয়ারি)গাজীপুর সদর উপজেলার রাথুরা বিটের পিরুজালী মৌজার বাগান বাজারের পূর্ব পাশে বাদশা মিয়ার বাড়ির পাশে ভোরবেলায় এই ঘটনা ঘটে। 

সারজমিনে গিয়ে জানা যায়, মঙ্গলবার ভোরে মফেজ উদ্দিনের ছেলে মজিবুর ও শফিউদ্দিন এবং মজিবুর এর ছেলে মাসুদ ও মোহাম্মদ আলী,বাদশা মিয়ার বাড়ির পাশে গাছ কাটার কাজে ব্যবহৃত কোড়াল, দা আর করাত এবং পরিবহনের জন্য একটি গাড়ি নিয়ে এসে বনের জমিতে থাকা দুইটি গামারি গাছ কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে রাথুরা বিট অফিসের লোকজন এসে গাছ দুটি জব্দ করে নিয়ে যায়। এসময় গাছ কাটার সাথে জড়িতদের পেলেও তাদের কাউকে আটক করা হয় নাই। 

 

এ বিষয়ে জানতে চাইলে, রাথুরা বিট কর্মকর্তা জাহাঙ্গীর জানান, ঘটনা স্থলে আমরা কাউকে পাইনি তবে কাটা গাছ আমরা জব্দ করে নিয়ে এসেছি। পরিবেশের ক্ষতি সাধন ও গাছ কাটার জন্য একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরো খবর