বুধবার   ১৮ ডিসেম্বর ২০২৪   পৌষ ৩ ১৪৩১   ১৬ জমাদিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৩

গাজীপুরে ফ‍্যাসিস্ট আওয়ামী বিরোধী বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

নজরুল ইসলাম, গাজীপুর

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৪  

গাজীপুরে ফ‍্যাসিস্ট আওয়ামীলীগ এর বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠন। রবিবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলা ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন রিজভীর নির্দেশে উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম এই মিছিলের আয়োজন করেন।
এই বিক্ষোভ মিছিলটি ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর মোহাম্মদীয়া গার্মেন্টস এর সামনে থেকে শুরু করে ভবানীপুর চৌরাস্তায় গিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

 

আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন রিজভী বলেন,এইটি ভবানীপুরের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ চৌরাস্তার মোড়।যা পূর্বে বিএনপির মোড় বা চত্তর নামকরণ করা ছিলো।কিন্তু আওয়ামীলীগের দোসোররা সেই সাইনবোর্ডটি বোর্ড লাথি দিয়ে ফেলে দিয়ে এই মোড়ের নাম দিয়েছিল জয় বাংলার মোড়।কিন্তু আজকে থেকে পূনরায় আবার এই মোড়ের নাম বিএনপির ঘোষণা করা হলো।

 

আলোচনা শেষে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর বাজারে গিয়ে শেষ করা হয়।

 

উক্ত আওয়ামী বিরোধী বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা যুবদল নেতা শাহিন সরকার,মামুন ফকির,হেলাল আকন্দ,শাকিল আহমেদ,মিঠুন আহমেদ,সজীব সহ অন‍্যানরা।

এই বিভাগের আরো খবর