শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬৮

গাজীপুরে অসহায়দের জমি জোর পূর্বক দখলে নেয়ার চেষ্টা

নজরুল ইসলাম,গাজীপুর

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৪  

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক জনের ক্রয়কৃত জমি জবরদখল করে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় নুরুল ইসলামের ছেলে মমিন উদ্দিন এর বিরুদ্ধে।

১ অক্টোবর দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা হানিফ সরকারের সাথে।

ভুক্তভোগী হানিফ সরকার জানান, আমরা তিন শতাংশ জমি দাগ খতিয়ান এবং চৌহাতি উল্লেখ করে শংকর দেবনাথ এর কাছ থেকে ক্রয় করে ভোগদখল করিয়া আসিতেছি। গতকাল আমরা আমাদের ক্রয়কৃত জমি জোদদারের কাছ থেকে মেপে সিমানা নির্ধারণ করে বাশ দিয়ে বেরা দিয়েছি। কিন্তু আমরা বেড়া দেয়ার কাজ শেষ করে চলে আশার পরে। মমিন তার লোক জন নিয়ে আমাদের জমির বেড়া দা দিয়ে কেটে ফেলে। আমার স্ত্রী তাদেরকে বাধা দিতে গেলে তার উপর তারা চরাও হয়ে হামলা করে। মমিন আমার আমার স্ত্রীর গায়েও হাত তোলে।আমি এই বিষয়টি স্থানীয় জন প্রতিনিধি আলী আসকর মেম্বারকে জানায় তিনি বলেছেন বসে সমাধান করার চেষ্টা করবেন। তাই এখনো আইনি পদক্ষেপ গ্রহণ করি নাই।

হানিফ এর স্ত্রী বলেন, তারা জমি কেনেছে অন্য এক মালিকানাধীন জায়গা। কিন্তু মমিন উদ্দিন আমাদের কিনা জমিতে এসে জোড় করে দখল নিতে চাচ্ছে। এবং আমাদেরকে নানা প্রকার হুমকি ধামকি দিচ্ছে। এই দিন আমারা আমাদের জমিতে সিমানা বেড়া দিয়ে বাড়িতে চলে এসেছিলাম। চলে আসার পরে তারা এসে আমাদের জমির বেড়া কেটে ফেলতেছিল, আমি দেখতে পেয়ে তাদেরকে বাধা দেই। বাধা দেওয়ার সময় আমার উপর তারা হামলা চালায়, মমিন আমাকে দা দিয়ে আঘাত করতে আসে এবং আমার গায়েও হাত দেয়। সে জমি কিনে থাকলে যার কাছ থেকে জমি কিনেছে তার কাছ থেকে জমি বুঝে নিবে,আমাদের সাথে কেন সে এই রকম করছে।তাই আমরা এর সঠিক বিচারের দাবী জানাচ্ছি।

এই অভিযোগের বিষয়ে মমিন উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন,আমার জমিতে তারা বেড়া দিয়েছিল তাই আমি বেড়া কাটতে গিয়েছিলাম। আমি তাদের উপরে কোন হামলা করি নাই অথবা কারো গায়েও হাত দেই নাই,এইগুলা তারা মিথ্যা ও বানোয়াট কথা বলছে। আমার জমির সকল কাগজ পত্র ঠিক ঠাক আছে,কেউ যদি দেখতে চায় দেখতে পারে।হানিফ আমার বিরুদ্ধে কোর্টে মামলা করেছিল কিন্তু কোর্ট থেকে সেই মামলা খারিজ করে দিয়েছে।

স্থানীয় জন প্রতিনিধি আলী আসকর মেম্বার জানান,মমিন উদ্দিন কিনেছে এক ভাইয়ের সম্পত্তি আর হানিফ কিনেছে আরেক ভাইয়ের সম্পত্তি। মমিন একটি দাগে যায়গা কিনেছে, কিন্তু ভুলবশত চৌহাতি হয়েছে এক দাগে আর খারিজ হয়েছে অন‍্য দাগে। এখন সে দুই দাগের যায়গায়র জমিই দখলে নিতে চাচ্ছে। হানিফ তার দিক থেকে ঠিক আছে,আমি বলেছিলাম স্থানীয় ভাবে বসে সমাধাণ করে দিব।এখন তারা যে যেভাবে ব্যবস্থা গ্রহণ করতে চায় সে সেভাবে ব‍্যবস্থা গ্রহণ করতে পারে।

এই বিভাগের আরো খবর