বুধবার   ২৩ এপ্রিল ২০২৫   বৈশাখ ১০ ১৪৩২   ২৪ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩২

খুলনার চার জেলায় আ’লীগের সম্মেলন ১৪-১৭ মে

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২২  

তিনি বলেন, খুলনা বিভাগের মাগুরা জেলার সম্মেলন ১৪ মে, চুয়াডাঙ্গা জেলার ১৫ মে, মেহেরপুর জেলার ১৬ মে এবং ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলন আগামী ১৭ মে অনুষ্ঠিত হবে।


বাহাউদ্দিন নাছিম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও আওয়ামী লীগের সম্মেলন ঘিরে সংগঠনকে তৃণমূল থেকে ঢেলে সাজানো হচ্ছে। সৎ, যোগ্য, সাহসী, ত্যাগীদের সর্বাধিক গুরুত্ব দিয়ে এবং নতুন প্রজন্ম ও নারী নেতৃত্বের সমন্বয়ে হবে সব পর্যায়ের কমিটি।

তিনি আরও বলেন, করোনার মধ্যে আওয়ামী লীগ মানুষের জন্য কাজ করে গেছে। আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বিপুল সমর্থন নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে চায়। এজন্য তৃণমূল থেকে সব পর্যায়ে শক্তিশালী আওয়ামী লীগ গঠনে আমরা কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে আগামী মে মাসে খুলনা বিভাগের চার জেলার সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। 

এই বিভাগের আরো খবর