বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫   বৈশাখ ২৫ ১৪৩২   ১০ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৮

কোহলিদের হারিয়ে জাদেজা–ধোনিদের প্রথম জয়

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২২  

কোহলিদের হারিয়ে জাদেজা–ধোনিদের প্রথম জয়

চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে দলের প্রথম জয়ে বড় অবদান রেখেছেন জাদেজাও। ব্যাট হাতে প্রথম বলে বিদায় নিলেও বল হাতে ৩৯ রানে ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনে। তবে ৩৩ রানে ৪ উইকেট নিয়ে জাদেজার দলের সেরা বোলার শ্রীলঙ্কান অফ স্পিনার মহীশ তিকশানা। রবিন উথাপ্পা ও শিবম দুবের ঝোড়ো ব্যাটিংয়ে ৪ উইকেটে এ মৌসুমের দলীয় সর্বোচ্চ ২১৬ রান করে চেন্নাই। রান তাড়ায় ২০ ওভারে ৯ উইকেটে ১৯৩ রান করতে পারে বেঙ্গালুরু।

টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতে অস্বস্তিতেই ছিল চেন্নাই। সপ্তম ওভারে চতুর্থ বলে যখন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী যখন বিদায় নিলেন চেন্নাইয়ের রান ২ উইকেটে ৩৬। সেই দলটিই উথাপ্পা-দুবে ঝড়ে শেষ ৮০ বলে তোলে ১৮০ রান। উথাপ্পা-দুবের তৃতীয় উইকেট জুটিই ৭৪ এনে দেয় ১৬৫ রান।

৯৫ রান করে ম্যাচসেরা শিবম দুবে 

৯৫ রান করে ম্যাচসেরা শিবম দুবে
৯৫ রান করে ম্যাচসেরা শিবম দুবেছবি: আইপিএল
শতকের আশা জাগিয়েও ব্যাটিং উদ্বোধন করা উথাপ্পা ফিরেছেন আইপিএল ক্যারিয়ারে সর্বোচ্চ ৮৮ রান করে। ৩৬ বছর বয়সী ব্যাটসম্যান ৫০ বলে করেছেন এই রান, মেরেছেন ৪টি চার ও ৯টি ছক্কা। ৯ ছক্কার তিনটিই উথাপ্পা মেরেছেন অস্ট্রেলীয় অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের করা ১৩তম ওভারে। উথাপ্পার ছক্কা সংখ্যাটা এবারের আইপিএলে এক ম্যাচে সর্বোচ্চ।

এক ব্যাটসম্যানের ব্যাট থেকে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কাও দেখেছে এই ম্যাচ। দুবে অপরাজিত ৯৫ রান করার পথে মেরেছেন ৮টি ছক্কা ও ৫টি চার। ৪৬ বলেই টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংসটা খেলেছেন ২৮ বছর বয়সী অলরাউন্ডার।

 

৮৮ রান করেছেন রবিন উথাপ্পা৮৮ রান করেছেন রবিন উথাপ্পা
৮৮ রান করেছেন রবিন উথাপ্পাছবি: আইপিএল
তিন অঙ্ক ছুঁতে ইনিংসের শেষ বলে ৬ রান দরকার ছিল দুবের। অস্ট্রেলীয় পেসার জশ হ্যাজলউডকে ছক্কা মারতে গিয়ে লং অনে ক্যাচ তুলে বেঁচে গেলেও ১ রানের বেশি নিতে পারেননি ৮০ রান নিয়ে শেষ ওভারটা শুরু করা দুবে।

রান তাড়ায় সপ্তম ওভারেই ৫০ রানে চতুর্থ উইকেট হারায় বেঙ্গালুরু। পঞ্চম উইকেটে ৬০ রানের জুটি গড়ে জয়ের আশা ধরে রেখেছিলেন শাহবাজ আহমেদ (২৭ বলে ৪১) ও সুয়াশ প্রভুদেসাই (১৮ বলে ৩৪)। তবে ১৪ বলের মধ্যে দুজনের বিদায়ের পর আর রান-বলের সমীকরণের সঙ্গে তাল মেলাতে পারেনি বেঙ্গালুরু। নিজের দুই ওভারে দুজনকে ফিরিয়েছেন লঙ্কান স্পিনার তিকশানা।

শেষের দিকে দিনেশ কার্তিকের ১৪ বলে ৩৪ রানের ইনিংসে শুধু ব্যবধানই কমাতে পারে বেঙ্গালুরু। 

এই বিভাগের আরো খবর