বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৪১

কোভিড: শনাক্ত রোগী ২২, মৃত্যু নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২২  

দেশে গত এক দিনে ২২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; এই সময়ে কোভিডে মৃত্যু হয়নি কারো।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ১৩৩টি নমুনা পরীক্ষা করে নতুন ২২ জন রোগী শনাক্ত হয়।

তাতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ০৩ শতাংশে। আগের দিন এই হার ০ দশমিক ৭৯ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৮৯ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ৪৩৯ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৭৪ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮৭ হাজার ৬০৩ জন।

গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ১১ জনই ঢাকার বাসিন্দা। এছাড়া নরসিংদী জেলায় একজন, চট্টগ্রাম জেলায় দুইজন, কক্সবাজার জেলায় একজন, নওগাঁ জেলায় একজন, জয়পুরহাট জেলায় দুইজন এবং সিলেট জেলায় ৪ রোগী শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৬ লাখ ৮৫ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬৫ কোটি ৯১ লাখ।

এই বিভাগের আরো খবর